Kaliganj: কে মারল বোমা? কীভাবে মৃত্যু হল শিশুর? দেখুন
কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। সোমবার ফলপ্রকাশের পর বিজয় মিছিল চলাকালীন বড়চাঁদঘরের মোলান্ডি এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক ১০ বছরের নাবালিকা তামান্নার। এলাকাবাসী এবং বিরোধীদের দাবি, তৃণমূলের মিছিল থেকেই ছোড়া হয়েছিল সেই বোমা। মৃত্যু হওয়া শিশুটির মা […]
কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। সোমবার ফলপ্রকাশের পর বিজয় মিছিল চলাকালীন বড়চাঁদঘরের মোলান্ডি এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক ১০ বছরের নাবালিকা তামান্নার। এলাকাবাসী এবং বিরোধীদের দাবি, তৃণমূলের মিছিল থেকেই ছোড়া হয়েছিল সেই বোমা।
মৃত্যু হওয়া শিশুটির মা শোকে পাথর হয়ে গিয়েছেন। তিনি জানান, “আমার মেয়ে হাত ছেড়ে কোথাও যায় না। খেলতেও যায় না। আমার হাতে মাথা দিয়ে ঘুমোয়। আজও আমার হাত ধরে যাচ্ছিল। হঠাৎ আওয়াজ শোনা গেল। মেয়েটা আমার হাত ছেড়ে একদিকে পড়ল, আমিও একদিকে পড়ে গেলাম। উঠে দেখি আমার একদিকটা জ্বলছে। তারপরই দেখি তামান্না পড়ে আছে।”
বিজয় মিছিল ঘিরে এই ধরনের হিংসা ও প্রাণহানির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। আর কী বলছে মৃত নাবালিকার মা? দেখুন ভিডিয়ো