Abhishek Banerjee: উত্তরবঙ্গের দলীয় বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন অভিষেক
Abhisekh in North Bengal: উত্তরবঙ্গের দলীয় বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’। মালদহের জনসভাকে সামনে রেখে এবং উত্তরবঙ্গের রণকৌশল সাজাতেই আজ দিনভর অভিষেকের এই ব্যস্ত সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
হেলিকপ্টারেই ইটাহারে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে রোড শো-তে অংশ নেওয়ার যেতে পারেন বালুরঘাট। অন্যদিকে সন্ধ্যায় আবার উত্তরবঙ্গের দলীয় বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’। মালদহের জনসভাকে সামনে রেখে এবং উত্তরবঙ্গের রণকৌশল সাজাতেই আজ দিনভর অভিষেকের এই ব্যস্ত সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই গিয়েছিলেন আলিপুরদুয়ারে। এখন দেখার নতুন জনসভা থেকে তিনি কী কী বার্তা দেন।
Published on: Jan 07, 2026 11:30 AM

