Shamik Bhattacharya: কেন তৃণমূলে থাকলেন না মৌসম, শমীক বললেন…
Congress in Bengal: অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গ টেনে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা নিয়ে খোঁচা দিয়ে শমীক বললেন, “একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে তৃণমূলের বিরোধিতা করতেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে কংগ্রেস কী বার্তা দিয়েছে তা প্রত্যেকের জানা আছে।”
ফের মৌসমের ঘরওয়াপসি। এদিনই দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গিয়েছেন মৌসম বেনজির নুর। তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। মালদহে তৃণমূলের ভোটের অঙ্ক কী ঘেঁটে গেল? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, “এ নিয়ে কেউ ভাবছে না। কারণ কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গিয়েছে।” এরপরই অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গ টেনে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা নিয়ে খোঁচা দিয়ে তিনি বললেন, “একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে তৃণমূলের বিরোধিতা করতেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে কংগ্রেস কী বার্তা দিয়েছে তা প্রত্যেকের জানা আছে।”

