Seikh Sahajahan: ভোলার উপর হঠাৎ কেন হামলা?
বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন-কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন?
যাচ্ছিলেন বসিরহাট আদালতে। সঙ্গে ছিলেন ছেলে। সাক্ষ্য দিতেন সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু তার আগেই পথেই ধাক্কা মারল দশ চাকার ট্রাক। আর মুহূর্তে সব শেষ। মৃত্যু হল সাক্ষী ভোলা ঘোষের ছেলের। তবে কপাল জোরে প্রাণে বাঁচলেন তিনি। বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন-কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন?
