Winter Business News: শীতে কী কন্ডোম বিক্রি কমে যাচ্ছে?

Winter Business News: শীতে কী কন্ডোম বিক্রি কমে যাচ্ছে?

Nandan Paul

|

Updated on: Dec 20, 2023 | 7:32 PM

Lifestyle News: সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় এবারের শীতকালে নাকি ঘাটতি হবে কন্ডোমের। সত্যি কী তাই? ফ্যাক্ট চেক করল টিভি নাইন বাংলা

সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় এবারের শীতকালে নাকি ঘাটতি হবে কন্ডোমের। কেন এই দাবি? সংবাদ প্রতিবেদন গুলির মতে সিএমএসএস পর্যাপ্ত কন্ডোম পায়নি। কারা এই সিএমএসএস? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জন্য বিভিন্ন কেনাকাটা করে সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি বা সিএমএসএস। কিছু সংবাদ প্রতিবেদনের দাবি শীতে পর্যাপ্ত কন্ডোম পাওয়া যাবে না। কারণ নাকি সিএমএসএস পর্যাপ্ত কন্ডোম পায়নি। নিরোধ ব্র্যান্ডও পর্যাপ্ত কন্ডোম দিতে পারছে না। পর্যাপ্ত কন্ডোম দিতে পারছে না অল ইন্ডিয়া কন্ডোম অ্যাসোসিয়েশন।

এই দাবি কি সত্যি? যদি এই খবরের দাবি সত্যি হয় তাহলে তো ব্যাপক প্রভাব পড়বে জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ! এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ওই সংবাদ প্রতিবেদনগুলিকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের মতে সিএমএসএসের কেনাকাটা, সরবরাহে মন্ত্রকের কড়া নজর থাকে। জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য কন্ডোমের যথেষ্ট স্টক আছে । সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদনগুলি বিভ্রান্তিকর এবং না জেনে লেখা। মে ২০২৩ এ ৫.৮৮ কোটি কন্ডোম সংগ্রহ করেছে সিএমএসএস।

জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি ছাড়াও এইডস নিয়ন্ত্রণের জন্য বিপুল পরিমাণ কন্ডোম সংগ্রহ করে ন্যাকো। ন্যাকো বা জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার জন্য যত কন্ডোম লাগে তার জন্য NACOর ৭৫% কন্ডোম যোগায় মেসার্স এইচএলএল লাইফকেয়ার লিমিটেড। বাকি ২৫% কন্ডোম যোগায় সিএমএসএস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে ইতিমধ্যে NACO মেসার্স এইচএলএল লাইফকেয়ার লিমিটেডকে ৬.৬ কোটি কন্ডোম সরব। রাহের বরাত দিয়েছে। সেই সরবরাহের প্রক্রিয়া বর্তমানে যারই রয়েছে। তবে কোনভাবেই কন্ডোমের ঘাটতি হয়নি।