BLO: হাউহাউ করে কাঁদছেন মহিলা BLO, কারণ জানলে অবাক হবেন
আইসিডিএস কেন্দ্রের কর্মীর পাশাপাশি তিনি নতুন বিএলওর দায়িত্ব পেয়েছেন। আইসিডিএস কেন্দ্রের পাশাপাশি তাকে SIR এর কাজে করতে গিয়ে অতিরিক্ত চাপ বাড়ছে। এই চাপ সহ্য না করতে পেরে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের কাছে তিনি কান্নায় ভেঙে পড়েন।
জেলাশাসককে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা বিএলও।কাজের অতিরিক্ত চাপ সহ্য না করতে পেরেই কেঁদে ফেলেন শ্যামলী মণ্ডল নামক ওই বিএলও। শ্যামলী মণ্ডল আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ৬৭ নম্বর বুথের বিএলও। আইসিডিএস কেন্দ্রের কর্মীর পাশাপাশি তিনি নতুন বিএলওর দায়িত্ব পেয়েছেন। আইসিডিএস কেন্দ্রের পাশাপাশি তাকে SIR এর কাজে করতে গিয়ে অতিরিক্ত চাপ বাড়ছে। এই চাপ সহ্য না করতে পেরে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের কাছে তিনি কান্নায় ভেঙে পড়েন।
Published on: Nov 12, 2025 11:29 PM
Latest Videos

