AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Tension in Bengal: SIR 'আতঙ্কে' আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল ধনেখালির মহিলার

SIR Tension in Bengal: SIR ‘আতঙ্কে’ আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল ধনেখালির মহিলার

Soma Das

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Nov 10, 2025 | 8:54 PM

Share

SIR in Bengal: প্রসঙ্গত, প্রায় আট বছর আগে হরিপালের একজনের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। কিন্তু পারিবারিক বিবাদের জেরে গত পাঁচ-ছয় বছর ধরে ধনেখালিতেই নিজের বাড়িতে ছিলেন মহিলা। অবশেষে সেখানে আত্মহত্যা করে বসলেন তিনি।

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্য়ে মৃত্যু। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ গেল ধনেখালির মহিলার। ঘটনা রবিবারের। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের আতঙ্কে মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর বাপের বাড়ির সকলেই এসআইআর ফর্ম পেয়েছিলেন। কিন্তু তা তিনি পাননি। পরিবারের দাবি, এরপর থেকেই বড্ড আতঙ্কে ছিলেন ওই মহিলা। তারপরই এই ঘটনা।

সোমবার অবশেষে মৃত্যু হয় ওই মহিলার। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে প্রাণ যায় তাঁর। তবে তাঁর মেয়ের কোনও খবর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, প্রায় আট বছর আগে হরিপালের একজনের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। কিন্তু পারিবারিক বিবাদের জেরে গত পাঁচ-ছয় বছর ধরে ধনেখালিতেই নিজের বাড়িতে ছিলেন মহিলা। অবশেষে সেখানে আত্মহত্যা করে বসলেন তিনি।

Published on: Nov 10, 2025 08:53 PM