FIFA World Cup 2022: অপেক্ষার মাত্র একদিন, বিশ্বকাপ জ্বরে কাঁপছে কাতার
অপেক্ষার মাত্র একদিন। তারপর গোটা বিশ্ব মেতে উঠবে ফুটবলের মহাযজ্ঞে।
মাঠে বল গড়াতে বাকি আর মাত্র একটা দিন। নেমে পড়বেন মেসি থেকে রোনাল্ডো। গোটা বিশ্ব মেতে উঠবে ফুটবলের মহাযজ্ঞে। আর সেই বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপের ফ্যান জোনে চলছে মহড়া। সঙ্গী TV9 Bangla।
Latest Videos