এবার আর লাগবে না Aadhaar ‘কার্ড’, QR Code দিয়েই হবে বাজিমাত!
UIDAI: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর নতুন একটা নিয়ম এসেছে। আর সেই নিয়মের ফলে বিভিন্ন হোটেল, ইভেন্ট অর্গানাইজার সহ একাধিক সংস্থা আর আপনার আধার কার্ডের জেরক্স বা ফটোকপি চাইতে পারবে না। বদলে তাদের ইউআইডিএআই-এর অধীনে রেজিস্ট্রেশন করতে হবে।
আধারের নয়া অ্যাপ ইতিমধ্যেই এসে গিয়েছে প্লে স্টোরে। আর নতুন এই অ্যাপ কিন্তু ধীরে ধীরে জায়গা নিয়ে নেবে আপনার আধার কার্ডের ফটোকপি বা জেরক্স কপির। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর নতুন একটা নিয়ম এসেছে। আর সেই নিয়মের ফলে বিভিন্ন হোটেল, ইভেন্ট অর্গানাইজার সহ একাধিক সংস্থা আর আপনার আধার কার্ডের জেরক্স বা ফটোকপি চাইতে পারবে না। বদলে তাদের ইউআইডিএআই-এর অধীনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তারা আপনার আধার কার্ড যাচাই করতে পারবে। তাও ডিজিটালি। কোনও আধার কার্ডের জেরক্স তারা রাখতে পারবে না তাদের কাছে।
Published on: Dec 10, 2025 06:25 PM
Latest Videos

