AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unknown Number থেকে ফোন আসবে না আর...

Unknown Number থেকে ফোন আসবে না আর…

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 07, 2025 | 2:28 PM

Share

Department of Telecommunication: টেলিকমিউনিকেশন বিভাগের তরফে দেশের টেলিকম অপারেটরদের কড়া নির্দেশ দেওয়া হবে ইনকামিং কল নিয়ে। ভারতীয় কোনও নম্বর থেকে ফোন এলেই কেওয়াইসি রেজিস্টার করা নাম ফুটে উঠবে ডিসপ্লেতে। অর্থাৎ অচেনা নম্বর থেকে ফোন এলেও, কে ফোন করছেন তা জানতে পারবেন আপনি।

সূত্রের খবর, টেলিকমিউনিকেশন বিভাগের তরফে দেশের টেলিকম অপারেটরদের কড়া নির্দেশ দেওয়া হবে ইনকামিং কল নিয়ে। কী সেই নির্দেশ? ভারতীয় কোনও নম্বর থেকে ফোন এলেই কেওয়াইসি রেজিস্টার করা নাম ফুটে উঠবে ডিসপ্লেতে। অর্থাৎ অচেনা নম্বর থেকে ফোন এলেও, কে ফোন করছেন তা জানতে পারবেন আপনি। এর জন্য আলাদা করে ট্রু-কলারের মতো কোনও অ্যাপ ব্যবহার করতে হবে না। বর্তমানে হরিয়ানায় এর ট্রায়ালও শুরু হয়েছে। এই ফিচারটির নাম কলার নেম প্রেজেনটেশনরিলায়েন্স জিয়ো বা এয়ারটেল প্রতারণামূলক বা সন্দেহজনক কোনও ফোন এলে যেমন ফ্ল্যাগ অ্যালার্ট দেয়, একই প্রযুক্তি ব্যবহার করবে টেলিকমিউনিকেশন বিভাগওসরাসরি নম্বরটি যে নামে রেজিস্টার থাকবে অর্থাকেওয়াইসি-তে যে নাম থাকবে, তা কলার আইডি হিসাবে দেখাবে