Kolkata Metro: জাস্ট একবার দেখুন কীভাবে দমদম ক্যান্টনমেন্টে পা দিয়ে মেট্রো আটকালেন যুবতী
কলকাতা বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই ঘটনা ঘটে। মেট্রো সূত্রে খবর, ওই যুবতী নিজে আগে পৌঁছে যান, কিন্তু তাঁর সঙ্গী তখনও পৌঁছয়নি। সেই কারণেই গেট আটকে দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। ফলে মেট্রোর গেট বন্ধ হল না। মেট্রো ছাড়তেও পারল না।
সঙ্গী আসেনি বলে দরজা আটকে দাঁড়িয়ে রইলেন তরুণী। আর তার জেরে দাঁড়িয়ে রইল মেট্রো। অপেক্ষায় ঠায় বসে রইলেন যাত্রীরা। এখানেই শেষ নয়, মেট্রো চালু করতে বেগ পেতে হল কর্তৃপক্ষকে। কলকাতা মেট্রোয় এমনই অদ্ভুত ঘটনা ঘটল শনিবার। ইতিমধ্যেই সামনে এসেছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, এক যুবতী তাঁর পা দিয়ে গেটটা আটকে রেখেছেন। কলকাতা বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই ঘটনা ঘটে। মেট্রো সূত্রে খবর, ওই যুবতী নিজে আগে পৌঁছে যান, কিন্তু তাঁর সঙ্গী তখনও পৌঁছয়নি। সেই কারণেই গেট আটকে দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। ফলে মেট্রোর গেট বন্ধ হল না। মেট্রো ছাড়তেও পারল না।
Latest Videos
দেখুন কীভাবে দমদম ক্যান্টনমেন্টে পা দিয়ে মেট্রো আটকালেন যুবতী
মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হল?
'মেসির শোয়ে এই বিশৃঙ্খলা এড়ানো যেত যদি...', বড় কথা বলে দিলেন মেহতাব
জনতার ক্ষোভে লন্ডভন্ড যুবভারতী, আজ কী অবস্থা স্টেডিয়ামের?
