মোদীর মুখে ‘বঙ্কিম দা’ শুনেই বিকাশ বললেন…
Bikash Ranjan: বন্দে মাতরম-এর মতো একটি গান নিয়ে কোনও আলোচনাই হওয়া উচিৎ নয় বলে মন্তব্য করছেন বিকাশরঞ্জন। তাঁর দাবি, এভাবে আদতে বঙ্কিমচন্দ্রের মতো মনীষিকে অসম্মান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেকে বঙ্কিমচন্দ্রের সমগোত্রীয় মনে করছেন বলেও কটাক্ষ করেছেন বিকাশ।
‘ভারতের সংসদে যে এই ধরনের কুরুচিপূর্ণ আলোচনা চলছে, সেটা দুর্ভাগ্য।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোমবার সংসদে ‘বন্দেমাতরম’ গান নিয়ে আলোচনা হয়েছে। বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। আর সেই বক্তব্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন মোদী। তাতেই তৈরি হয়েছে বিতর্ক। সেই ইস্যুতেই সরব হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
প্রধানমন্ত্রীর প্রশ্ন, যে গানকে গান্ধীজি জাতীয় সঙ্গীত হিসাবে দেখলেন, সেটির সঙ্গে কংগ্রেস কেন এমন ‘অন্যায় করল’? কেন ‘বিশ্বাসঘাতকতা’ করা হল?
Published on: Dec 08, 2025 10:33 PM

