CM Mamata Banerjee: নথি নিয়ে গেলেও অগ্রাহ্য করছে কমিশন: মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "যার নাম প্রথম পর্যায়ে ডিলিট করা হয়েছে তাদের ফর্ম ৬ ৭ ফিলাপের অধিকার আছে। যে ৫৪ লক্ষের নাম বাদ গেছে তাঁদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি।" একই সঙ্গে তাঁর অভিযোগ, নথি নিয়ে গেলেও অগ্রাহ্য করছে কমিশন
আজ ফের সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যে ৫৪ লক্ষের নাম বাদ দিয়েছে, বলছে ইআরও বাদ দিয়েছে। অথচ ইআরও জানে না। যার নাম প্রথম পর্যায়ে ডিলিট করা হয়েছে তাদের ফর্ম ৬ ৭ ফিলাপের অধিকার আছে। যে ৫৪ লক্ষের নাম বাদ গেছে তাঁদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি।” একই সঙ্গে তাঁর অভিযোগ, নথি নিয়ে গেলেও অগ্রাহ্য করছে কমিশন
Latest Videos
দিল্লিতে বসে নামবাদের চক্রান্ত, কমিশনকে ফের একহাত নিলেন মমতা
ছাড়েনি কম্বলটুকুও, গৃহস্থের বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়লেন TMC নেতা
জ্ঞানেেশ কুমার কলকাতায় এসে দেখুক SIR-এর নামে কী চলছে: শমীক
কীভাবে ছড়ায় নিপা ভাইরাস? সতর্কতা অবলম্বন করবেন কীভাবে?

