Bankura: ঘুম থেকে ওঠা পর্যন্ত সব ঠিক ছিল! কিছু সময়ের মধ্যেই গাছে ঝুলতে দেখা গেল বৈদ্যনাথের দেহ, রহস্যের মধ্যে কী বলছে পরিবার

Bankura: পাশেই যে জঙ্গল রয়েছে সেখানে একটি গাছের ডালে ঝুলছিল বৈদ্যনাথের দেহ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানাতেও।

Bankura: ঘুম থেকে ওঠা পর্যন্ত সব ঠিক ছিল! কিছু সময়ের মধ্যেই গাছে ঝুলতে দেখা গেল বৈদ্যনাথের দেহ, রহস্যের মধ্যে কী বলছে পরিবার
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 20, 2025 | 9:48 AM

বিষ্ণুপুর: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভূয়াবাড়ি সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম বৈদ্যনাথ মুর্মু। বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে বৈদ্যনাথ মুর্মু ঘুম থেকে উঠে বাড়ির বাইরে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ পরেও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কিন্তু, তখনও কেউ ভাবতে পারেননি আরও বড় বিপদ অকেক্ষা করছে তাঁদের জন্য। কিছু সময়ের মধ্য়েই এল খবরটা। 

শোনা যায়, গ্রামের পাশেই যে জঙ্গল রয়েছে সেখানে একটি গাছের ডাল থেকে ঝুলছে বৈদ্যনাথের দেহ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানাতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। 

পুলিশই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। সেখানেই এদিন মৃতদেহটির ময়না তদন্ত করা হবে। পরিবারের দাবি বিদ্যনাথের মানসিক সমস্যা ছিল। সেই মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা নাকি ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। শোকের ছায়া এলাকায়।