বাঁকুড়া: পিতৃপক্ষ অবসান। সূচনা মাতৃপক্ষের। আর দুর্গাপুজোর মজা আরও দ্বিগুণ বাড়াতে এই বছর পুজোতে পালস নিয়ে এল নতুন স্বাদের গোলমোল ক্যান্ডি। তেঁতুলের টক-মিষ্টি এই ক্যান্ডির স্বাদ নিয়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
‘পুজোয় পালস সিজন ২’ পৌঁছে গিয়েছিল বাঁকুড়ায়। আর পালস ট্যাবলো দেখেই ভিড় জমালেন আট থেকে আশি সকলেই। এই নতুন ক্যান্ডি স্বাদে যেমন অভিনব। তেমনই হজমেও সাহায্য করে এটি। আর এই ক্যান্ডির স্বাদ নিয়ে উৎসুক জনতার ভিড় ছিল প্রচুর। ট্যাবলোর সামনে কার্যত হইহই পড়ে গেল।
এক ব্যক্তি বললেন, “এই পালস ক্যান্ডি খুবই সুস্বাদু। একটু টকটক ফ্লেভার আছে। বেশ ভাল লাগছে কিন্তু।” আরও এক ব্যক্তি বললেন, “এটাতে যেহতু টকটক ভাব আছে। তাই সকলের ভাল লাগবে সকলের। বাচ্চাদের যেমন ভাল লাগবে। তেমনই ভাল লাগবে বড়দের।”
বাঁকুড়া: পিতৃপক্ষ অবসান। সূচনা মাতৃপক্ষের। আর দুর্গাপুজোর মজা আরও দ্বিগুণ বাড়াতে এই বছর পুজোতে পালস নিয়ে এল নতুন স্বাদের গোলমোল ক্যান্ডি। তেঁতুলের টক-মিষ্টি এই ক্যান্ডির স্বাদ নিয়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
‘পুজোয় পালস সিজন ২’ পৌঁছে গিয়েছিল বাঁকুড়ায়। আর পালস ট্যাবলো দেখেই ভিড় জমালেন আট থেকে আশি সকলেই। এই নতুন ক্যান্ডি স্বাদে যেমন অভিনব। তেমনই হজমেও সাহায্য করে এটি। আর এই ক্যান্ডির স্বাদ নিয়ে উৎসুক জনতার ভিড় ছিল প্রচুর। ট্যাবলোর সামনে কার্যত হইহই পড়ে গেল।
এক ব্যক্তি বললেন, “এই পালস ক্যান্ডি খুবই সুস্বাদু। একটু টকটক ফ্লেভার আছে। বেশ ভাল লাগছে কিন্তু।” আরও এক ব্যক্তি বললেন, “এটাতে যেহতু টকটক ভাব আছে। তাই সকলের ভাল লাগবে সকলের। বাচ্চাদের যেমন ভাল লাগবে। তেমনই ভাল লাগবে বড়দের।”