অসুস্থ সন্তানকে নিয়ে ওঝার দ্বারস্থ মহিলা, শিশুর সামনেই মায়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা!

Dec 23, 2020 | 5:11 PM

প্রতিবেশীরা বলেছিলেন, পাড়ায় 'ভালো' ওঝার থেকে ঝাড়ফুঁক করিয়ে নিতে। ভালো হয়ে যাবে সে।

অসুস্থ সন্তানকে নিয়ে ওঝার দ্বারস্থ মহিলা, শিশুর সামনেই মায়ের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা!
নির্যাতিতার মা

Follow Us

বীরভূম: ছোট্ট সন্তান গুরুতর অসুস্থ। প্রতিবেশীরা বলেছিলেন, পাড়ায় ‘ভালো’ ওঝার থেকে ঝাড়ফুঁক করিয়ে নিতে। ভালো হয়ে যাবে সে। মায়ের চিন্তিত মন সেকথা শুনেছিল। কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাক্ষী থাকতে হল তাঁকে। সন্তানের কথা ভেবেই সেই ওঝার কাছে নিয়ে যান  এক মহিলা।

অভিযোগ, সন্তানের পর তাঁকেও ঝাড়ফুঁক করার নামে ধর্ষণ করে ওই ওঝা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের (Birbhum)  ইলামবাজার থানার ঘুড়িষা এলাকায়। অভিযুক্ত অমরেশ ঘোষকে গ্রেফতার করেছে পুলিস।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁর এক সন্তান বেশ কিছুদিন ধরে অসুস্থ। সেই কারণে পাড়ার কিছু লোকের কথা শুনে গ্রামেরই বাসিন্দা অমরেশ ঘোষের কাছে ঝাড়ফুঁক করাতে সন্তানকে নিয়ে যান তিনি। প্রথমদিন কেবল শিশুকেই ঝাড়ফুঁক করে অমরেশ। দ্বিতীয় দিন ফের নিয়ে তাকে যেতে বলে।

অভিযোগ, ওইদিন মহিলাকে ঘরে তিন ঘণ্টা আটকে রেখে ঝাড়ফুঁকের নামে ধর্ষণ করে অমরেশ। নির্যাতিতা বাড়িতে গিয়ে গোটা ঘটনা পরিবারকে জানায়। ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: ৭ মাসের অন্তঃসত্ত্বা নাবালিকাকে বিয়ে করতে নারাজ প্রেমিক, বিচারক দিলেন নজিরবিহীন রায়!

আইনজীবী ফিরোজ পাল জানান, অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Next Article