AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপির নজরে বীরভূম, কাল নাড্ডা, পরপর রাজনাথ, যোগী, স্মৃতি ইরানিরা

কাল তারাপীঠ থেকে শুরু হবে বিজেপির রথযাত্রা। সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি।

বিজেপির নজরে বীরভূম, কাল নাড্ডা, পরপর রাজনাথ, যোগী, স্মৃতি ইরানিরা
ফাইল চিত্র।
| Updated on: Feb 08, 2021 | 8:57 AM
Share

বীরভূম: ভোটের বাংলায় বিজেপির নজরে রবিঠাকুরের রাঙামাটির দেশ। এবার বীরভূমে ভোট প্রচারে বিজেপির একাধিক হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্ব। নাম রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই হয়তো আসবেন তাঁরা। আসার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও। তার আগে আগামী ৯ ফেব্রুয়ারি এ জেলারই তারাপীঠ থেকে বিজেপির রথযাত্রা শুরু হবে। উদ্বোধন করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা রবিবার এক দলীয় কর্মসূচি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ৯ ফেব্রুয়ারি জেপি নাড্ডার কর্মসূচির পরদিনই অর্থাৎ ১০ তারিখ মল্লারপুরের বটতলায় আসতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর ১২ তারিখ দুবরাজপুরে দলীয় কর্মসূচি নিয়ে হাজির হওয়ার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানির। সেদিন ওই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৩ তারিখই বীরভূমে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দলীয় কর্মসূচি নিয়ে সভা করবেন লাভপুরের কীর্ণাহারে। সে সভায় থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই বোলপুরে রোড শো করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন: Uttarakhand Joshimath Dam Disaster: মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ত্রিবেন্দ্রর, মোদী দেবেন ২ লক্ষ

গত কয়েকদিনে রাজনীতির আঙিনায় বারবার উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা স্বামী বিবেকানন্দের নাম। আগামী বিধানসভা ভোটে প্রত্যেকটি নামই যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা ইতিমধ্যেই ঠাহর করা গিয়েছে। এর আগে বিবেকানন্দর জন্মতিথি কিংবা নেতাজির জন্মদিবস ২৩ জানুয়ারি ঘিরে রীতিমত টক্কর নজরে এসেছে রাজ্যের শাসকদল ও কেন্দ্রের শাসকদলের মধ্যে। ইদানিং বারবার বিজেপির রবীন্দ্র-স্মরণও নজরে আসছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট পেশ পর্বেও রবীন্দ্রনাথেরই শরণ নিয়েছেন। এবার বীরভূমজুড়ে বিজেপির ঠাসা কর্মসূচি।