Cooch Behar: হাইভোল্টেজ তারে ঝলসে চোখের পলকে সব শেষ! প্রাণ গেল একই গ্রামের তিনজনের

Cooch Behar: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জমিতে সেচের পাইপ বসানোর কাজ করছিলেন ওই তিন জন। তখনই ঘটে যায় ঘটনাটা। হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে যান সকলে। মুহূর্তেই ঝলসে যায় তিনজন। উত্তেজনা তৈরি হতেই খবর চলে যায় পুলিশের কাছে।

Cooch Behar: হাইভোল্টেজ তারে ঝলসে চোখের পলকে সব শেষ! প্রাণ গেল একই গ্রামের তিনজনের
শোকের ছায়া গোটা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 10, 2025 | 4:59 PM

শীতলকুচি: নলকূপের পাইপ বসাতে গিয়ে মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের। ভয়াবহ ঘটনা কোচবিহারের শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামের ষোলোচালা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মাঠের কাজে গিয়ে যে এভাবে তিনজনের প্রাণ চলে যাবে তা কিছুই মানতে পারছেন না কেউ। মৃত্যু হয়েছে যশোর মিঞাঁ (৫৫), আজিজার মিঞাঁ (৪০), শহিদুল মিয়া (৪৫) নামে তিনজনের। শোকের ছায়া পরিবারে। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জমিতে সেচের পাইপ বসানোর কাজ করছিলেন ওই তিন জন। তখনই ঘটে যায় ঘটনাটা। হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে যান সকলে। মুহূর্তেই ঝলসে যায় তিনজন। উত্তেজনা তৈরি হতেই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। তবে শেষরক্ষা হয়নি। তিনজনকেই মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎকেরা। 

ঘটনায় এলাকার এক বাসিন্দা বলছেন, “নলকূপ বসাতে গিয়ে যে এই কাণ্ড হয়ে যাবে ভাবতে পারিনি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় তারে। আমরা বাঁচানোর চেষ্টা করি। কিন্তু, শেষ রক্ষা তো হল না। সবাই এলাকারই বাসিন্দা।”