তপন: ২০২২ সালে ভয়াবহ বিস্ফোরণ হয় ভূপতিনগরে। যার জেরে মৃত্যু হল তিনজনের। উড়ে গিয়েছিল বাড়ির ছাদ। প্রায় দেড় কিলোমিটার দূরে ছিটকে গিয়ে পড়েছিল মৃতদেহ। সেই ঘটনার তদন্ত গিয়ে কার্যত শনিবার ভোরে হামলার মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। যদিও, মুখ্য়মন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৎকালীন সময়ে নাকি চকোলেট বোমা পড়েছিল।
আজ কার্যত এনআইএ আধিকারিকদের উপরই সব দায় চাপান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার অভিযোগ করে বলেন, “পুলিশকে জানিয়ে গিয়েছিল ওরা? না জানিয়ে কেন যাবে?” মমতা এও বলেছেন, “হামলা গ্রামের মহিলারা করেননি। এনআইএ করেছে।”
আজ সভার শুরুতেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে রণংদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তাহলে মেয়েরা কী করবে? শাখা-বালা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? নিজেদের সম্মান রক্ষা করবে না?” মুখ্যমন্ত্রী এও বলেছেন, “আসলে গদ্দাররা জানে হারবে তাই কোথায় একটা চকোলেট বোম পড়েছিল ২০২২ সালে। তার জন্য ছুটেছে।” এ প্রসঙ্গে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভারত বিরোধী মুখ্যমন্ত্রী দেশ পেয়েছে কি না সন্দেহ। আমরা বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না।”
তপন: ২০২২ সালে ভয়াবহ বিস্ফোরণ হয় ভূপতিনগরে। যার জেরে মৃত্যু হল তিনজনের। উড়ে গিয়েছিল বাড়ির ছাদ। প্রায় দেড় কিলোমিটার দূরে ছিটকে গিয়ে পড়েছিল মৃতদেহ। সেই ঘটনার তদন্ত গিয়ে কার্যত শনিবার ভোরে হামলার মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। যদিও, মুখ্য়মন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৎকালীন সময়ে নাকি চকোলেট বোমা পড়েছিল।
আজ কার্যত এনআইএ আধিকারিকদের উপরই সব দায় চাপান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার অভিযোগ করে বলেন, “পুলিশকে জানিয়ে গিয়েছিল ওরা? না জানিয়ে কেন যাবে?” মমতা এও বলেছেন, “হামলা গ্রামের মহিলারা করেননি। এনআইএ করেছে।”
আজ সভার শুরুতেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে রণংদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তাহলে মেয়েরা কী করবে? শাখা-বালা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? নিজেদের সম্মান রক্ষা করবে না?” মুখ্যমন্ত্রী এও বলেছেন, “আসলে গদ্দাররা জানে হারবে তাই কোথায় একটা চকোলেট বোম পড়েছিল ২০২২ সালে। তার জন্য ছুটেছে।” এ প্রসঙ্গে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভারত বিরোধী মুখ্যমন্ত্রী দেশ পেয়েছে কি না সন্দেহ। আমরা বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না।”