SIR in Bengal: ‘আমার ২৭ বছরের পুরনো নম্বরটাকে পাবলিক করে দিল’, ক্ষোভে ফেটে পড়লেন বিএলও
BLO: দিন-রাত কাজের চাপ সামলাতে গিয়ে তাঁরা যে হিমশিম খাচ্ছেন তা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন। একজন তো বললেন, “রাত-দিন ফোন আসছে। আমরা তো সেইভাবে পাবলিক সার্ভেন্ট নই। কমিশন আমাদের অনুমতি ছাড়াই আমাদের নিয়ে নিল। আমার ২৭ বছরের পুরনো নম্বরটাকে পাবলিক করে দিল।”
শিলিগুড়ি: কিছুদিন আগেই কাটোয়াতে দেখা গিয়েছিল বেনজির ছবি। ট্রেনিংয়ের মাঝেই কাজের চাপে কেঁদে ভাসিয়েছিলেন বিএলও। কেউ আবার ক্ষোভ উগরে দিয়েছিলেন। চলেছিল বিক্ষোভ। এবার যেন একই ছবি দেখা গেল শিলিগুড়িতেই। চলল তুমুল বিক্ষোভ। উঠল স্লোগান। দিন-রাত কাজের চাপ সামলাতে গিয়ে তাঁরা যে হিমশিম খাচ্ছেন তা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন। একজন তো বললেন, “রাত-দিন ফোন আসছে। আমরা তো সেইভাবে পাবলিক সার্ভেন্ট নই। কমিশন আমাদের অনুমতি ছাড়াই আমাদের নিয়ে নিল। আমার ২৭ বছরের পুরনো নম্বরটাকে পাবলিক করে দিল।”
Latest Videos
