Ranaghat: এবার রানাঘাটে মালগাড়ি লাইনচ্যুত, লাইন বদলের সময় বিপত্তি

Ranaghat: রবিবার রানাঘাট স্টেশন থেকে রথতলা গেটের দিকে লাইন পরিবর্তনের সময় এই বিপত্তি ঘটে। যদিও ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। মালগাড়ির একাধিক চাকা লাইনচ্যুত হয়। লাইন পাল্টানোর সময় এই ঘটনা বলে জানা যাচ্ছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রেলের কর্মীরা এসে পৌঁছন ঘটনাস্থলে।

Ranaghat: এবার রানাঘাটে মালগাড়ি লাইনচ্যুত, লাইন বদলের সময় বিপত্তি
লাইনচ্য়ুত মালগাড়ি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2024 | 9:22 PM

নদিয়া: রানাঘাট স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। মালগাড়ির শেষে গার্ড কেবিন লাইনচ্যুত হয় এদিন। সূত্রের খবর, কারশেডে নিয়ে যাওয়ার সময় মালগাড়ির বেশ কয়েকটি চাকা লাইন থেকে নেমে যায়। তবে কি কারণে এমনটা হল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন উঠছে।

রবিবার রানাঘাট স্টেশন থেকে রথতলা গেটের দিকে লাইন পরিবর্তনের সময় এই বিপত্তি ঘটে। যদিও ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। মালগাড়ির একাধিক চাকা লাইনচ্যুত হয়। লাইন পাল্টানোর সময় এই ঘটনা বলে জানা যাচ্ছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রেলের কর্মীরা এসে পৌঁছন ঘটনাস্থলে। তাঁরা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি আধিকারিকরা। তবে মালগাড়ির এভাবে লাইন পাল্টাতে গিয়ে লাইনচ্যুত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও একটি মালগাড়ির ধাক্কায় যে ভয়াবহ ঘটনা ঘটে, এরপর মানুষের আতঙ্ক আরও বাড়ছে। গত সপ্তাহেই আবার উত্তর ২৪ পরগনার খড়দহেও হাজারদুয়ারি এক্সপ্রেসে একটি দুর্ঘটনা ঘটে। রানাঘাটের এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে রেলের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন।