Pujoy Pulse: পালস ট্যাবলো এল হাওড়ায়, আট থেকে আশি, সকলে এল নতুন ক্যান্ডির স্বাদ নিতে

Sep 24, 2024 | 9:44 PM

Pujoy Pulse: এবার নতুন ক্যান্ডি এনেছে পালস। নাম গোলমোল। টক-মিষ্টির স্বাদে ভরপুর এই ইমলি ক্যান্ডি একবার খেলেই আপনার মন যে জয় করবেই সে কথা বলার অপেক্ষা রাখে না। আট থেকে আশি যাঁরাই এই ক্যান্ডি খেয়েছেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Follow Us

হাওড়া: আর তো কয়েকটা দিন বাকি। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার জন্য পুজো শপিং শুরু হয়ে গিয়েছে। কারও-কারও তো আবার শপিং প্রায় শেষের দিকে। এখন ছকে নেওয়া কবে কী প্ল্যান। আর এই আমেজকে আরও দ্বিগুণ বাড়াতে এসে গতবারের মতো এবারও এসে গিয়েছে ‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজ়ন ২’

এবার নতুন ক্যান্ডি এনেছে পালস। নাম গোলমোল। টক-মিষ্টির স্বাদে ভরপুর এই ইমলি ক্যান্ডি একবার খেলেই আপনার মন যে জয় করবেই সে কথা বলার অপেক্ষা রাখে না। আট থেকে আশি যাঁরাই এই ক্যান্ডি খেয়েছেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন বললেন, “এক নতুন কিছু ট্রাই করলাম। ইমলি ফ্লেভার। এক কথায় দারুণ।” আর এক স্কুল পড়ুয়া তো বলেই ফেলল, “এই ক্যান্ডি আগে খাইনি। অসাধারণ খেতে।”

আর ‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২’-তে সম্মান জানালো হাওড়ার মৃৎ শিল্পী অসীম কুমার পাঁজাকে। দীর্ঘ ২২ বছর প্রতিমা তৈরি ও মণ্ডপ সজ্জার কাজ করছেন অসীমবাবু। মা তাঁর অনুপ্রেরণা। অসীমবাবু বলেন, “আমার মা মাটির টুকটাক কাজ করতেন। আমি সেগুলো দেখতাম। কখনও কখনও মা শেখাতেন কীভাবে মাটি দিয়ে কোনও কিছু তৈরি করতে হয়।” এ বছর হাওড়ার চারটি পুজো মণ্ডপের দায়িত্ব অসীমবাবুর কাঁধে। বেশ কয়েক বছর ধরেই হাওড়ায় জনপ্রিয় এই শিল্পী। অসীমবাবু বলেন, “যেহেতু আমি হাওড়ার ছেলে। এখানকার ছোট-বড় অনেক পুজো মণ্ডপের সঙ্গেই কাজ করেছি।” আর টিভি ৯ বাংলাকে এই মৃৎশিল্পী জানালেন, তিনি এই সম্মান পেয়ে খুবই গর্বিত।

এই খবরটিও পড়ুন

হাওড়া: আর তো কয়েকটা দিন বাকি। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার জন্য পুজো শপিং শুরু হয়ে গিয়েছে। কারও-কারও তো আবার শপিং প্রায় শেষের দিকে। এখন ছকে নেওয়া কবে কী প্ল্যান। আর এই আমেজকে আরও দ্বিগুণ বাড়াতে এসে গতবারের মতো এবারও এসে গিয়েছে ‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজ়ন ২’

এবার নতুন ক্যান্ডি এনেছে পালস। নাম গোলমোল। টক-মিষ্টির স্বাদে ভরপুর এই ইমলি ক্যান্ডি একবার খেলেই আপনার মন যে জয় করবেই সে কথা বলার অপেক্ষা রাখে না। আট থেকে আশি যাঁরাই এই ক্যান্ডি খেয়েছেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন বললেন, “এক নতুন কিছু ট্রাই করলাম। ইমলি ফ্লেভার। এক কথায় দারুণ।” আর এক স্কুল পড়ুয়া তো বলেই ফেলল, “এই ক্যান্ডি আগে খাইনি। অসাধারণ খেতে।”

আর ‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২’-তে সম্মান জানালো হাওড়ার মৃৎ শিল্পী অসীম কুমার পাঁজাকে। দীর্ঘ ২২ বছর প্রতিমা তৈরি ও মণ্ডপ সজ্জার কাজ করছেন অসীমবাবু। মা তাঁর অনুপ্রেরণা। অসীমবাবু বলেন, “আমার মা মাটির টুকটাক কাজ করতেন। আমি সেগুলো দেখতাম। কখনও কখনও মা শেখাতেন কীভাবে মাটি দিয়ে কোনও কিছু তৈরি করতে হয়।” এ বছর হাওড়ার চারটি পুজো মণ্ডপের দায়িত্ব অসীমবাবুর কাঁধে। বেশ কয়েক বছর ধরেই হাওড়ায় জনপ্রিয় এই শিল্পী। অসীমবাবু বলেন, “যেহেতু আমি হাওড়ার ছেলে। এখানকার ছোট-বড় অনেক পুজো মণ্ডপের সঙ্গেই কাজ করেছি।” আর টিভি ৯ বাংলাকে এই মৃৎশিল্পী জানালেন, তিনি এই সম্মান পেয়ে খুবই গর্বিত।

এই খবরটিও পড়ুন

Next Article