Birbhum Fire: পার্লার থেকে ফেরার পথে স্ত্রীকে লক্ষ্য করে একের পর এক গুলি, গ্রেফতার স্বামী

স্থানীয় সূত্রে খবর, আহত মহিলার নাম সীমা খান। তিনি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। প্রতিদিন নিয়ম করে সীমা সেই পার্লারে যেতেন। শনিবারও তার অন্যথা হয়নি। এরপর কাজ শেষ হয়ে যাওয়ার পর সীমা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখনই স্বামী রাজু খান তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

Birbhum Fire: পার্লার থেকে ফেরার পথে স্ত্রীকে লক্ষ্য করে একের পর এক গুলি, গ্রেফতার স্বামী
বাঁ দিকে অভিযুক্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2025 | 10:51 AM

নলহাটি: বিউটি পার্লার থেকে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর ঘটনা। মহিলাকে লক্ষ্য করে একের পর এক চলল গুলি। অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম ওই মহিলা। তাঁকে ভর্তি করা হয়েছে রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে। তবে অভিযুক্তের মায়ের দাবি, তাঁর বৌমার রমজান নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।

স্থানীয় সূত্রে খবর, আহত মহিলার নাম সীমা খান। তিনি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। প্রতিদিন নিয়ম করে সীমা সেই পার্লারে যেতেন। শনিবারও তার অন্যথা হয়নি। এরপর কাজ শেষ হয়ে যাওয়ার পর সীমা বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখনই স্বামী রাজু খান তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি করা হয় তাঁকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মহিলা। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মহিলার হাতে দু’টি গুলি লেগেছে আর হাতে দুটি কোমরে। অভিযুক্ত স্বামী রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান, রাজুর সঙ্গে সীমার বৈবাহিক সম্পর্কের অবনতির জন্যই এই ঘটনা ঘটেছে।

রাজুর মা নুরেমা বিবি বলেন, “আমার ছেলে গুলি করতে পারে না। ওর তো অপারেশন হয়েছে। ও কি করে এইসব করতে পারবে? আমার বৌমার রমজানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারণে ছেলের সঙ্গে ঝামেলা হত এটা ঠিক। কিন্তু ও গুলি করতে পারে না।” বস্তুত, এই রমজান আবার এলাকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী।

স্থানীয় বাসিন্দা মুস্তাফির রহমান বলেন, “পৌনে নটা নাগাদ বোমা ফাটার মতো আওয়াজ এল। আমরা ভেবেছি প্রথমে বাজি ফাটছে। দৌড়ে বের হয়ে আসি। তখন দেখি এই ঘটনা ঘটেছে। একজনকে গুলি করে দিয়েছে।”