Pujoy Puluse 2025: ‘পালস খেলে ঠিক থাকবে পালস্’, এবার পুজো জমে উঠুক ‘গোলমোলে’

Pujoy Pulse Tableau 2025: এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি! বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।

Pujoy Puluse 2025: পালস খেলে ঠিক থাকবে পালস্, এবার পুজো জমে উঠুক গোলমোলে
জলপাইগুড়িতে পালসের ট্যাবলোImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 26, 2025 | 11:48 PM

জলপাইগুড়ি: এবার পুজোয় আমাদের সকলের ফেভারিট পালস নতুন স্বাদে। তিলোত্তমায় ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। ‘গোল-কা-মোল’-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ। এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি।

এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি! বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।

চতুর্থীতে পালসের ট্যাবলো ঘুরল জলপাইগুড়ির একাধিক জায়গায়। ছেলেকে নিয়ে বাইকে ঘুরতে বেরিয়েছিলেন বাবা। ছেলে-বাবা দুজনের হাতেই পালস ক্যান্ডি। তবে ছেলের আগে মুখে পুরলেন বাবাই। বললেন, “আগেও সবুজ পালসটা খেয়েছিলাম। তবে সত্যিই এই টেস্টটা একেবারেই আলাদা। মুখের টেস্টটাই বদলে গেল।”

আরেক বয়স্ক ব্যক্তি বললেন, “ছোটবেলা থেকেই লজেন্স খেতে ভালবাসি। বাবার পকেট থেকে পয়সা লুকিয়ে নিয়ে লজেন্স কিনতে যেতাম। এত বয়স হয়ে গিয়েছে, তবুও লজেন্স দেখলেই জিভে জল চলে আসে। আর পালসের স্বাদ তো বলাই বাহুল্য। এ স্বাদের কোনও ভাগ হবে না।”

পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক প্রবীণ। তিনিও হাসতে হাসতে লজেন্স মুখে নিয়েই বললেন, “পালস খেলে পালস ঠিক থাকবে।” তাই সকলেই বলছেন, এবার পুজো জমে যাক পালস গোলমোলে। সারা বাংলায় ঘুরছে পালসের ট্যাবলো। এবার সিজন থ্রি। আপনার বাড়ির কাছেও দ্রুত পৌঁছে যাবে ট্যাবলো। ভাগ করে নিতে ভুলবেন না কিন্তু।