AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khagen Murmu: ৫৪ ঘণ্টা পর অবশেষে খগেন মুর্মুদের উপর হামলায় ধৃত ২

Khagen Murmu attack: সোমবার দুপুরে ওই ঘটনার পর থেকে প্রায় ৫৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও।

Khagen Murmu: ৫৪ ঘণ্টা পর অবশেষে খগেন মুর্মুদের উপর হামলায় ধৃত ২
হাসপাতালে চিকিৎসাধীন খগেনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2025 | 7:20 PM
Share

শিলিগুড়ি: গত সোমবার দুপুরে নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে গিয়ে আচমকা হামলার মুখে পড়তে হয় তাঁদের। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও মঙ্গলবারও কেউ গ্রেফতার না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।

সোমবার দুপুরে ওই ঘটনার পর থেকে প্রায় ৫৪ ঘণ্টা কেটে গিয়েছে। অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও। তবে হামলার দিন ওই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।

বর্তমানে গেন মুর্মু দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। শঙ্কর ঘোষকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। মঙ্গলবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার তাঁকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী।

ইতিমধ্যেই পুরো ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একজন সাংসদের উপর হামলা হওয়া সত্ত্বেও কেন পুলিশের এমন গাফিলতি? কেন গ্রেফতারিতে এত দেরী, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তৃণমূলের দাবি, এই মুহূর্তে বন্যাত্রাণই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। গ্রেফতারির জন্য সময় দরকার বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।