মর্মান্তিক পরিণতি! জমি থেকে ধান নিয়ে ফেরার পথে জমা জলে ডুবে মৃত্যু কৃষকের
Farmer Died: অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে আসিদুর। নিজের কোনও জমি জায়গা নেই। অন্যের জমিতে কাজ করতেন।

মালদহ: মর্মান্তিক পরিণতি। বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু হল এক কৃষকের (Farmer)। বৃষ্টির জলে ফসল নষ্ট হয়ে যাবে, সেই আশঙ্কা থেকেই জমি থেকে ধান তুলে আনতে গিয়েছিলেন। ফসল নিয়ে বাড়ি ফেরার পথে খাড়ির কাছে জমা জলে পা হড়কে তলিয়ে যান বছর ছাব্বিশের আসিদুর রহমান। সেখানেই শেষ! মঙ্গলবার চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের খানপুরে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বকসি। তিনি জানান, অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে আসিদুর। নিজের কোনও জমি জায়গা নেই। অন্যের জমিতে কাজ করতেন। গত কয়েকদিনে বৃষ্টিতে প্রবল ক্ষতি হয়েছে এলাকার বোরো ধান চাষের। এলাকার প্রায় সমস্ত বোরো চাষের জমি জলের নীচে চলে গিয়েছে। তাই জমির মালিকরা এখন ডুবে থাকা ধান কোনওরকমে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন: টানা পাঁচবারের রেকর্ড কলকাতায়, ৪০ না ছুঁয়ে এবারও গ্রীষ্ম-বিদায়
মঙ্গলবার সেই কাজই করছিলেন আসিদুর। ধানের আঁটি মাথায় নিয়ে খাঁড়ি পেরোনোর সময় তলিয়ে মৃত্যু হয় তাঁর। বিধায়ক বলেন, “মর্মান্তিক এই ঘটনা। আমি এই পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেছি। বাড়ির লোকজন যাতে সবরকম সহায়তা পায়, সেটাও দেখছি।”
গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে এমনিতেই জলস্তর বেড়েছে মহানন্দা, ফুলহারের। দফায় দফায় বৃষ্টির কারণে চাঁচল,হরিশচন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক-সহ বিভিন্ন ব্লকের গ্রামেও পরিস্থিতি খারাপ। ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এবার। সম্প্রতি পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর।





