Panchayat Elections 2023: মাকে বাঁচাতে এগিয়ে আসে প্রতিবন্ধী ছেলে, ভোটের বাংলায় ছাড় পেল না সেও
West Bengal Panchayat Polls: রাতের বেলা হাঁসুয়া, লাঠি নিয়ে একদল দুষ্কৃতী প্রধানের বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। মূল দরজা বন্ধ ছিল। সিসিটিভিতে দেখা গিয়েছে, প্রধানের বাড়ির সামনের রাস্তায় পথচারীদের যাতায়াত চলছে। আচমকাই এক ব্যক্তি লাঠি নিয়ে ছুটে আসে।
মালদহ: ভোটের বাংলায় কোথাও কোথাও হিংসা সীমা ছাড়াচ্ছে। এবার তৃণমূলের বিদায়ী প্রধানের বাড়িতে হামলা। যে ছবি সিসিটিভিতে ধরা পড়েছে, তা ভয়াবহ। দরজা ভেঙে ঘরে ঢুকল একদল লোক। মহিলার উপর হামলার চেষ্টা। মায়ের সঙ্গে ছিল তাঁর প্রতিবন্ধী ছেলে। মাকে বাঁচাতে এগিয়ে যায় সে-ই। এরপর তাকেও ছাড়েনি হামলাকারীরা। কালিয়াচকের আলিপুর-১ গ্রামপঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই মহিলা তৃণমূল প্রধান। তাঁর বাড়িতেই হামলা চলে। মহিলা প্রধান-সহ মারধর করা হয় তাঁর প্রতিবন্ধী ছেলেকে। এই ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।
কালিয়াচক-১ ব্লকের আলিপুর-১ গ্রামপঞ্চায়েত। সেখানকার বিদায়ী প্রধান নুরে শরিফা বানু। তাঁর বাড়িতেই হামলা চলে বলে অভিযোগ। অভিযোগ, আসন্ন পঞ্চায়েত ভোটের টিকিট বণ্টন নিয়ে ওই প্রধানের স্থানীয়দের একাংশের সঙ্গে একপ্রস্থ কথা কাটাকাটি হয়েছিল। এরপরই রবিবার রাতে ঘটে ভয়াবহ ঘটনা।
রাতেরবেলা হাঁসুয়া, লাঠি নিয়ে একদল দুষ্কৃতী প্রধানের বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। মূল দরজা বন্ধ ছিল। সিসিটিভিতে দেখা গিয়েছে, প্রধানের বাড়ির সামনের রাস্তায় পথচারীদের যাতায়াত চলছে। আচমকাই এক ব্যক্তি লাঠি নিয়ে ছুটে আসে। পিছন পিছন পিল পিল করে এসে হাজির হয় আরও কয়েকজন। সমানে দরজা ধরে টানাটানি শুরু করে দুষ্কৃতীরা। লাঠি দিয়ে মারতে থাকে দরজায়। লাথিও মারে কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে যায়। হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে তারা।
ওদিকে সিসিক্যামেরার আরেকটিতে সেই মুহূর্তে ঘরের ভিতরের যে দৃশ্য ধরা পড়েছে তা আরও মারাত্মক। দরজা ঠেলে বেরিয়ে আসেন প্রধান। পিছনে তাঁর প্রতিবন্ধী ছেলে। প্রধানকে দেখে দুষ্কৃতীরা এগিয়ে এলে মাকে বাঁচাতে এগিয়ে যায় ছেলে। তারও হাতে আঘাত লেগেছে। কালিয়াচকের শ্রীরামপুর গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এই ঘটনায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।