Pujoy Pulse: বহরমপুরে ট্যাবলো পৌঁছতেই লম্বা লাইন, আপনিও স্বাদ নিয়ে দেখুন পালস গোলমোল ক্যান্ডির

Sep 30, 2024 | 9:56 PM

Pujoy Pulse:পালস গোলমোল ভর্তি এই ট্যাবলো পৌঁছতেই কার্যত ছোটাছুটি পড়ে গেল সেখানে। উৎসুক জনতার একজন বললেন, "খেতে দারুণ। টকের পরিমাণ বেশি।" আরও এক ব্যক্তি বললেন, "সবাইকে বলব এই ক্যান্ডি একবার খান। খেয়ে দেখুন। ভাল লাগবেই।"

Follow Us

বহরমপুর: এবার শারদীয়ার নতুন চমক পালস গোলমোল ইমলি ক্যান্ডি। এতদিন নিশ্চয়ই এর স্বাদ নিয়ে ফেলেছেন? আর না নিয়ে থাকলে একবার কিন্তু চেখে দেখতেই পারেন। তেঁতুলের স্বাদে চটপটে এই ক্যান্ডি খেলে ফিরে পাবেন ছোটবেলার স্মৃতি।

‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২’ পৌঁছেছিল মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে আগত এক ব্যক্তি এই পালস ক্যান্ডি বললেন,”যাঁরা একটু টক জাতীয় খাবার পছন্দ করেন। তাঁরা অবশ্যই খেয়ে দেখুন।”

পালস গোলমোল ভর্তি এই ট্যাবলো পৌঁছতেই কার্যত ছোটাছুটি পড়ে গেল সেখানে। উৎসুক জনতার একজন বললেন, “খেতে দারুণ। টকের পরিমাণ বেশি।” আরও এক ব্যক্তি বললেন, “সবাইকে বলব এই ক্যান্ডি একবার খান। খেয়ে দেখুন। ভাল লাগবেই।” আর পালস ক্যান্ডির এই স্বাদ ও শিল্পী সম্মানকে স্বাগত জানালেন বহরমপুরের মানুষ।

এই খবরটিও পড়ুন

বহরমপুর: এবার শারদীয়ার নতুন চমক পালস গোলমোল ইমলি ক্যান্ডি। এতদিন নিশ্চয়ই এর স্বাদ নিয়ে ফেলেছেন? আর না নিয়ে থাকলে একবার কিন্তু চেখে দেখতেই পারেন। তেঁতুলের স্বাদে চটপটে এই ক্যান্ডি খেলে ফিরে পাবেন ছোটবেলার স্মৃতি।

‘টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২’ পৌঁছেছিল মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে আগত এক ব্যক্তি এই পালস ক্যান্ডি বললেন,”যাঁরা একটু টক জাতীয় খাবার পছন্দ করেন। তাঁরা অবশ্যই খেয়ে দেখুন।”

পালস গোলমোল ভর্তি এই ট্যাবলো পৌঁছতেই কার্যত ছোটাছুটি পড়ে গেল সেখানে। উৎসুক জনতার একজন বললেন, “খেতে দারুণ। টকের পরিমাণ বেশি।” আরও এক ব্যক্তি বললেন, “সবাইকে বলব এই ক্যান্ডি একবার খান। খেয়ে দেখুন। ভাল লাগবেই।” আর পালস ক্যান্ডির এই স্বাদ ও শিল্পী সম্মানকে স্বাগত জানালেন বহরমপুরের মানুষ।

এই খবরটিও পড়ুন

Next Article