AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress Join: পঞ্চায়েত ভোটের আগে অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদানের ঢল

Nadia: জেলায় বাম-কংগ্রেস শক্তি বাড়াচ্ছে ভিতরে ভিতরে। রবিবারই জেলার নাকাশিপাড়া একটি সমবায় নির্বাচনে জয়ী হয়েছে বামেরা। নাকাশিপাড়ার নাগাদির সমবায় সমিতির নির্বাচন ছিল।

Congress Join: পঞ্চায়েত ভোটের আগে অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদানের ঢল
কংগ্রেসে যোগদান।
| Edited By: | Updated on: May 22, 2023 | 8:07 PM
Share

নদিয়া: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রায় হাজার জন। তাঁদের দাবি, তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে এই যোগদান হয়েছে। কৃষ্ণনগর-২ ব্লকের এই ঘটনা। অধীর চৌধুরী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সোমবার কৃষ্ণনগর-২ ব্লকের সোনাতলায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের দাবি, প্রায় হাজার জন এদিন কংগ্রেসের ‘হাত’ ধরেছে। পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ বিভিন্ন অঞ্চলের নেতা, কর্মী এদিন যোগ দেন বলে দাবি কংগ্রেসের। যদিও এ নিয়ে এখনও শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাগরদিঘির উপনির্বাচনের পর কর্নাটকে কংগ্রেসের জয় বাংলার সংগঠনকে যে আলাদা অক্সিজেন জুগিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন জেলায় এখন কংগ্রেসে যোগদানের ঢল দেখা যাচ্ছে। কৃষ্ণনগরের এই যোগদান নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেলায় জেলায় এই যোগদান যে কতটা গুরুত্বপূর্ণ, আগামী নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন মিলবে বলেই দাবি অধীররঞ্জন চৌধুরীর।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা উত্তর সাংগঠনিক সভাপতি কল্লোল খাঁ বলেন, “যোগদান যারা করেছে তারা ফরওয়ার্ড ব্লকের সমর্থক। তাদের মাইক্রোস্কোপে দেখতে হয়। ওরা নাকি বলেছে শুনছি হাজার কর্মী। হয় বুথে এত? এসব বানানো গল্প। বিশ্বাসযোগ্য নয়।”

তবে জেলায় বাম-কংগ্রেস শক্তি বাড়াচ্ছে ভিতরে ভিতরে। রবিবারই জেলার নাকাশিপাড়া একটি সমবায় নির্বাচনে জয়ী হয়েছে বামেরা। নাকাশিপাড়ার নাগাদির সমবায় সমিতির নির্বাচন ছিল। সূত্রের খবর, ৪০টি আসনের জয়লাভ করেছে বাম সমর্থিতরা। এর আগে তেহট্টেও দু’টি সমবায়ের ভোটে জয়ী হয় বামেরা। এবার কংগ্রেসে যোগদানপর্ব। তাও প্রদেশ সভাপতির হাত ধরে।