Sandeshkhali: নার্ভের রোগ আছে আলিমের, দুর্ঘটনার সময় কোথায় ছিলেন? কী বললেন স্ত্রী?
কেন পালালেন আলিম? স্ত্রীর দাবি, আগে থেকেই সিবিআই নোটিস পাওয়ার কারণে মাঝে মধ্যেই নাকি পালিয়ে যান আলিম মোল্লা। তাঁর নার্ভের রোগ আছে বলেও দাবি করেছেন আলিমের স্ত্রী। তিনি বলেন, "পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ডাক্তারের ওষুধ ছাড়া চলতে পারে না। ওর পায়ের লিগামেন্ট ছেঁড়া। ও কোনওদিন ১৬ চাকার গাড়ি চালায়নি।"

সন্দেশখালি: দুর্ঘটনায় নিজের ছেলেকে হারানোর পর থেকেই একটা নাম বলে চলেছেন ভোলানাথ ঘোষ। আলিম মোল্লা। ভোলানাথের দাবি, ঘাতক গাড়িটির চালকের আসনে তিনি আলিম মোল্লাকে দেখেছিলেন। আর সে ব্যাপারে তিনি নিশ্চিত। ১০০ শতাংশ নিশ্চিত বলেই জানিয়েছেন। ঘটনার পর থেকে আলিমের কোনও খোঁজও নেই। কিন্তু আলিমের স্ত্রী বলছেন অন্য কথা।
আলিম মোল্লার স্ত্রী এদিন জানান, সকাল ১০টা পর্যন্ত বাড়িতেই ছিলেন আলিম মোল্লা। পরে মাঠের কাজে যান। সেখানে তাঁর কাছে ফোন আসে ও ঘটনার কথা শোনেন তিনি। পরে একজনের বাড়িতে চা খেতে যান। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। আলিমের স্ত্রী বলেন, “ও যে একজনের বাড়িতে বসে চা খেয়েছে, সেই প্রমাণও আছে।”
কেন পালালেন আলিম? স্ত্রীর দাবি, আগে থেকেই সিবিআই নোটিস পাওয়ার কারণে মাঝে মধ্যেই নাকি পালিয়ে যান আলিম মোল্লা। তাঁর নার্ভের রোগ আছে বলেও দাবি করেছেন আলিমের স্ত্রী। তিনি বলেন, “পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ডাক্তারের ওষুধ ছাড়া চলতে পারে না। ওর পায়ের লিগামেন্ট ছেঁড়া। ও কোনওদিন ১৬ চাকার গাড়ি চালায়নি।”
আলিমের স্ত্রী বলছেন, সবটাই মিথ্যা কথা। ফাঁসানোর জন্য এসব বলা হচ্ছে। এদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ভোলানাথ দাবি করেন, আলিম নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। তিনি বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত। গাড়িতে আলিম ছিল। কালো জ্যাকেট পরে ও চালাচ্ছিল আমি দেখতে পেয়েছি।” যেহেতু তাঁর সাক্ষ্য দেওয়ার কথা ছিল, তাই অনেকদিন থেকেই তাঁকে খুন করার চেষ্টা চলছিল বলে দাবি করেছেন ভোলা।
