Electrocution: লোহার রড হাত ফস্কে হাইটেনশন তারে, মুহূর্তে শেষ ২ প্রাণ

Amdanga: এদিকে এই ঘটনার পরই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার লোকজন। বিদ্যুৎ দফতরের কাছে আর্থিক ক্ষতিপূরণ চান তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবহুল এলাকার উপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে যা অত্যন্ত ঝুঁকির। নিরাপত্তার বিষয়ে বারবার বিদ্যুৎ দফতরে জানানো হলেও কাজ হয়নি বলেই অভিযোগ তাঁদের। 

Electrocution: লোহার রড হাত ফস্কে হাইটেনশন তারে, মুহূর্তে শেষ ২ প্রাণ
এলাকায় উত্তেজনা ছড়ায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 1:38 PM

উত্তর ২৪ পরগনা: আমডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে এলাকা। রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। একটি বাড়িতে কাজ করছিলেন একদল মিস্ত্রি। তাঁদের মধ্যেই দু’জন মারা যান।

রাহানা এলাকার বাহারুল মণ্ডলের বাড়িতে কাজ হচ্ছিল। এদিকে সেই বাড়ির পাশেই হাইভোল্টেজ তারের লাইন। স্থানীয় বাসিন্দা আরিফুল আলম মোল্লা বলেন, “দু’টো বাড়ির মাঝখান দিয়ে হাইভোল্টেজ তার গিয়েছে। দু’টো লোহার পোস্টের মাঝে আবার একটা সিমেন্টের পোস্টও লাগিয়েছে। আজ মিস্ত্রিরা কাজ করতে এসেছিলেন। তাঁদের হাত থেকে লোহার রড বা পাইপ কিছু একটা ওই হাইভোল্টেজ তারে পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জন মারা যান। আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বারাসত হাসপাতালে ভর্তি।” নিহতদের নাম সান্টু মণ্ডল ও মফিজুল মণ্ডল। মইদুল ইসলাম বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এই ঘটনার পরই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার লোকজন। বিদ্যুৎ দফতরের কাছে আর্থিক ক্ষতিপূরণ চান তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবহুল এলাকার উপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে যা অত্যন্ত ঝুঁকির। নিরাপত্তার বিষয়ে বারবার বিদ্যুৎ দফতরে জানানো হলেও কাজ হয়নি বলেই অভিযোগ তাঁদের।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন সাধনপুর গ্রামপঞ্চায়েত সদস্য। ওই সদস্য বলেন, “যত দিন যাচ্ছে, ঘরবাড়ি বাড়ছে, সমস্যাও বাড়ছে। বাড়িওয়ালার কিছু গাফিলতি যেমন আছে, অফিসের গাফিলতি আছে। ২ জন মারা গিয়েছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।”