Madhyamik examination: পড়াশোনা নিয়ে বকেছিল বাবা, অভিমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা পনেরো বছরের মনীষার

Suicide: পরিবার সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম মনীষা ঘোষ (১৫)। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার জামদহে। মনীষা জামালপুরের চক্ষণজাদি হাইস্কুলে দশম শ্রেণী ছাত্রী। জানা গিয়েছে, শুক্রবার রাতে ছাত্রীর বাবা পড়াশুনা নিয়ে বকাবকি করেছিলেন।

Madhyamik examination: পড়াশোনা নিয়ে বকেছিল বাবা, অভিমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা পনেরো বছরের মনীষার
মনীষা ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2025 | 4:40 PM

বর্ধমান: সামনেই মাধ্যমিক। তার আগেই চরম সিদ্ধান্ত নিল মাধ্যমিক পরীক্ষার্থী। পড়াশোনা নিয়ে বকাঝকা করেছিল পরিবার। তা মেনে নিতে পারেনি ওই ছাত্রী। এরপরই নিয়ে নেয় কঠিনতম সিদ্ধান্ত। অ্যাসিড খেয়ে আত্মঘাতী পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের জামদহে।

পরিবার সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম মনীষা ঘোষ (১৫)। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার জামদহে। মনীষা জামালপুরের চক্ষণজাদি হাইস্কুলে দশম শ্রেণী ছাত্রী। জানা গিয়েছে, শুক্রবার রাতে ছাত্রীর বাবা পড়াশুনা নিয়ে বকাবকি করেছিলেন। এরপর শনিবার সকালে বাবা কাজে বেরিয়ে যান। কিন্তু বকাঝকার বিষয়টি মনে করে রেখেছিল মেয়েটি। তারপরই নিয়ে নেয় চরম সিদ্ধান্ত। অভিমানে বোতল পরিষ্কার করার অ্যাসিড খেয়ে নেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে। মৃতের বাবা উত্তম ঘোষ বলেন, “কোনও দিন কিছুই বলি না। পড়াশোনার জন্যই বকাবকি করেছিলাম। পড়তে যাচ্ছিল না। গতকাল বকা দিয়েছি। আজ সকালে বিষ খেয়ে নিয়েছে। বোতল ধোয়ার বিষ খেয়ে নিয়েছে। আর কী বলব…”