Suicide: মা বকেছিল পড়াশোনা নিয়ে, অভিমানে আত্মহত্যা ছাত্রীর

Bardhaman: সে সিরশা শৈলজাকান্ত উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। চলতি বছরই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে সম্প্রতি পড়াশোনায় ঠিকমতো মনোযোগ না দেওয়ায় মা তাকে বকাঝকা করেন। সেই বকুনির জেরেই অভিমানে বাড়িতে রাখা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঊষা।

Suicide: মা বকেছিল পড়াশোনা নিয়ে, অভিমানে আত্মহত্যা ছাত্রীর
ঊষা বারুইImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 15, 2025 | 7:56 PM

বর্ধমান: পড়াশোনায় মনোযোগ না দেওয়ায় বকুনি দিয়েছিল মা। বিষ খেয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী। মৃতার নাম ঊষা বারুই (১৭)। বাড়ি বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত সিরশা গ্রামে। পরিবার সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম ঊষা বারুই। সে সিরশা শৈলজাকান্ত উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। চলতি বছরই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে সম্প্রতি পড়াশোনায় ঠিকমতো মনোযোগ না দেওয়ায় মা তাকে বকাঝকা করেন। সেই বকুনির জেরেই অভিমানে বাড়িতে রাখা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঊষা।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইলামবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রীর।

ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের বাবা বলেন, “পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল। সেই কারণে রাগারাগি হচ্ছিল। এই বছর মাধ্যমিক দিত। তবে তার আগে বিষ খেয়ে নিল।” তবে এই ঘটনা নতুন নয়। এর আগে এমন ঘটনা ঘটেছিল। আইফোন না পাওয়ায় আত্মহত্যা করেছিল এক কিশোর।