Burdwan: বারান্দাতেই মেডিক্যাল পড়ুয়ার এমন কাণ্ড! বাড়ির মালিক দেখে ফেলেন সবটা…

Manatosh Podder | Edited By: সায়নী জোয়ারদার

May 30, 2024 | 10:20 PM

Burdwan Medical: ঘটনার দু’দিন আগে সৌরভ বাড়িতে গিয়েছিলেন। তবে বাড়িতে কোনও অস্বাভাবিকত্ব নজরে আসেনি কারও। তবে এদিন সকালে বাড়ি থেকে ফোন গেলেও সৌরভ তা ধরেননি। বাড়ি থেকে এরপর বাড়িওয়ালাকে ফোন করা হয়। এরপর এই ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।

Burdwan: বারান্দাতেই মেডিক্যাল পড়ুয়ার এমন কাণ্ড! বাড়ির মালিক দেখে ফেলেন সবটা...
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মেডিক্যালের ওটি টেকনিশিয়ান কোর্সের প্রথমবর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহতের নাম সৌরভ সাঁতরা (১৯)। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার মানিকপুরে তাঁর বাড়ি।

বর্ধমান শহরের গোদা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ওই ছাত্র। বৃহস্পতিবার সকালে সেই ভাড়ার বাড়ির ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। গামছায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন বাড়ির মালিক।

এরপরই তড়িঘড়ি ছুটে গিয়ে গামছা কেটে নামানো হয় সৌরভকে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দু’দিন আগে সৌরভ বাড়িতে গিয়েছিলেন। তবে বাড়িতে কোনও অস্বাভাবিকত্ব নজরে আসেনি কারও। তবে এদিন সকালে বাড়ি থেকে ফোন গেলেও সৌরভ তা ধরেননি। বাড়ি থেকে এরপর বাড়িওয়ালাকে ফোন করা হয়। এরপর এই ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।

Next Article