AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: ‘পুলিশ আসছে-যাচ্ছে, ৫ দিন পরও অধরা অভিযুক্ত’

Bardhaman: সোমবার তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছয় ওই গ্রামে। তাঁদের দেখে কান্নায় ভেঙে পড়েন মৃতার মা কাজল হাঁসদা। তাঁর দাবি, পুলিশের তরফে জানানো হয়েছিল অভিযুক্তকে তারা চিহ্নিত করতে পেরেছে। তাকে পাকড়াও চেষ্টা চলছে।

Bardhaman: 'পুলিশ আসছে-যাচ্ছে, ৫ দিন পরও অধরা অভিযুক্ত'
মৃতার মাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 7:41 PM
Share

বর্ধমান: মেয়েদের রাত দখলের রাতে বর্ধমানে নান্দুর গ্রামে বাড়ির কাছে থেকে উদ্ধার হয়েছিল তরুণীর গলাকাটা দেহ। ঘটনার পাঁচদিন কেটেছে। তবুও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই নিয়ে পুলিশি তদন্তে ক্ষোভ উগরে দিলেন মৃতার মা। বললেন, “ওরা আসছেন, যাচ্ছেন। পুলিশও আসছে যাচ্ছে। আর আমাকে আশ্বাস দিচ্ছে খুনিকে ধরব। কিন্তু পাঁচদিন পেরিয়ে গেলেও তদন্ত এগোল না। খুনির সাজা চাই। আর কিছু চাই না।”

সোমবার তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছয় ওই গ্রামে। তাঁদের দেখে কান্নায় ভেঙে পড়েন মৃতার মা কাজল হাঁসদা। তাঁর দাবি, পুলিশের তরফে জানানো হয়েছিল অভিযুক্তকে তারা চিহ্নিত করতে পেরেছে। তাকে পাকড়াও চেষ্টা চলছে। তবে তৃণমূলের প্রতিনিধিদের সামনে পরিবার অভিযোগ করে, তদন্তের কাজে গতি নেই। দফায় দফায় এই নিয়ে বিক্ষোভ,অবরোধ চলছে। মৃতার মা বলেন, “এখনও ধরতে পারেনি। ধরবে বলছে। আমি নিজে চোখে অভিযুক্ত দেখতে চাই। ওর যেন ফাঁসি হয়। এখনও ধরা পড়েনি। আজ পাঁচদিন হয়ে গেল। পুলিশ কেমন তদন্ত করছে? এখনও কাউকে ধরতে পারল না।”

উল্লেখ্য, এ দিন মৃতার বাড়ি গিয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু, বীরভূমের সহকারী সভাধিপতি স্বর্ণলতা সোরেন সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা। দেবু বলেন, “আমাদের মেয়ে খুন হয়েছে। আমরা বিচার চাইছি। পুলিশে উপর আমরা আস্থা রেখেছি। খুনিকে ধরতেই হবে।” অপরদিকে, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ফোনে মৃতার মায়ের সঙ্গে কথা বলেন। জানান তাঁরা পাশে আছেন।