Haroa By-Elections: বিজেপিকে পিছনে ফেলে হাড়োয়ায় এগিয়ে আইএসএফ, তৃণমূল যদিও এক নম্বরেই

Nov 23, 2024 | 10:14 AM

Haroa By-Elections: প্রসঙ্গত, এই কেন্দ্রের বিজয়ী তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। যদিও মাসখানেক আগে তিনি প্রয়াত হয়েছেন।

Haroa By-Elections: বিজেপিকে পিছনে ফেলে হাড়োয়ায় এগিয়ে আইএসএফ, তৃণমূল যদিও এক নম্বরেই
চলছে গণনা, বাড়ছে উত্তাপ
Image Credit source: Getty Images

Follow Us

হাড়োয়া: গণনা শুরু হতেই একেবারে তৃণমূলের জয়জয়কার। বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে এখনও পর্যন্ত বের হওয়া ফল বলছে সব ক’টি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ৫ আসনে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থাকলেও অন্য কথা বলছে একমাত্র হাড়োয়া সেখানে আবার দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি। যদিও তৃতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ইসলাম এগিয়ে প্রায় ৩৫ হাজার ভোটে। 

প্রসঙ্গত, এই কেন্দ্রের বিজয়ী তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। যদিও মাসখানেক আগে তিনি প্রয়াত হয়েছেন। ফলে বসিরহাট লোকসভা কেন্দ্র সাংসদ পদ বর্তমানে ফাঁকা। এবার এখানে লড়াই মূলত চতুর্মুখী তৃণমূলের পাশাপাশি লড়াইয়ে আছে কংগ্রেস। প্রার্থী হাবিব রেজা চৌধুরী। লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিমল দাস। 

এদিন সকাল ৮টা থেকে হাড়োয়ার পীর গোরাচাঁদ উচ্চ বিদ্যালয়ে চলছে গণনা। মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে৷ সেখানে ২০টি গণনা টেবিল করা হয়েছে৷ মোট ২৪০ জন গণনা কর্মী থাকছেন। মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। ১৩টি পঞ্চায়েত নিয়ে হাড়োয়া বিধানসভা কেন্দ্র। তার মধ্যে পাঁচটি পঞ্চায়েত বারাসত–২ ব্লকে আর চারটি দেগঙ্গা ব্লকে। বাকি চারটি রয়েছে হাড়োয়া ব্লকে। গত ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই কেন্দ্রের ৩৭টি বুথে পুনরায় নির্বাচন হোক, এই দাবি জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছিল আইএসএফ। যদিও দিনের শেষে উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে বলেই জানায় নির্বাচন কমিশন।

Next Article