Municipal Elections 2022: মুখে নয়, হাতে ধরা বন্দুকই বলছে কথা! জয়নগরে ভোটার তাড়াতে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Feb 27, 2022 | 2:56 PM

West Bengal Municipal Election: ১৪টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশই চলে যায় দুষ্কৃতীদের দখলে। পুলিশ-প্রশাসন হয়ে যায় নিশ্চুপ। যার ফলস্বরূপ জয়নগরে যেখানে ডিসিআরসি সেন্টারের সামনেই দু'দফায় গুলি চলেছে বলে জানা যাচ্ছে।

জয়নগর: পুরভোটে উত্তপ্ত জয়নগর (Jaynagar)। লাগাতার দুষ্কৃতীদের তাণ্ডব সেখানে। বুথের বাইরে চলল গুলি, পড়ল বোমা। ভোটারদের রীতিমত তাড়িয়ে দিয়ে ভোট লুঠের অভিযোগ উঠল।

কী ঘটেছে?
সকাল অশান্ত ছিল জয়নগর। সেখানে ১৪টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশই চলে যায় দুষ্কৃতীদের দখলে। পুলিশ-প্রশাসন হয়ে যায় নিশ্চুপ। যার ফলস্বরূপ জয়নগরে ডিসিআরসি সেন্টারের সামনেই দু’দফায় গুলি চলেছে বলে জানা যাচ্ছে। এলাকাবাসী জানাচ্ছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমত দাপাদাপি করছে দুষ্কৃতীরা। এলাকায় রীতিমত অশান্তি তৈরি করতে থাকে তারা। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও অতিরিক্ত পুলিশ সুপারের দাবি কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। এলাকাবাসীরা বলছেন, জয়নগরের বুকে এই রকম হিংসার ঘটনা এই প্রথম অন্তত পুরোভোটে। ১৫২ বছরে এখানকার বাসিন্দারা এমন ঘটনা দেখেননি। অথচ আজ সেই ঘটনার সাক্ষী হলেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “এই রকম কোনও অভিযোগ নেই। পরিস্থিতি ঠিক আছে। হিংসার কোনও ঘটনার খবরই পাওয়া যায়নি।”

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘বেছে বেছে মারছে আমাদের’, পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষেপে লাল মদন

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘এইরকম ভোট দেখিনি…মেরে ফেলার হুমকি দিচ্ছে’ দেখুন ভয়ে-আতঙ্কে কীভাবে কাঁদছেন নির্দল প্রার্থীর স্বামী

Published on: Feb 27, 2022 02:40 PM