AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: সওকতকে অবজারভার করাই হয়নি, কাইজারের মন্তব্যে শুরু গুঞ্জন

Bhangar: কাইজারের মুখে এমন কথায় নতুন করে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। শনিবার সওকত মোল্লা, আরাবুল ইসলামদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

Bhangar: সওকতকে অবজারভার করাই হয়নি, কাইজারের মন্তব্যে শুরু গুঞ্জন
সওকত ও কাইজার।
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 11:19 PM
Share

ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar) নিয়ে গত বিধানসভা ভোটের পর থেকেই বিড়ম্বনায় শাসকদল। গোটা রাজ্যে একটি মাত্র বিধানসভা আসনে জয়ী হয়েছে বাম-কংগ্রেস-আইএসএফের যৌথসমর্থনের প্রার্থী, আর সেটাই ভাঙড়। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির এই কেন্দ্রে জয় নিঃসন্দেহে বেগ বাড়িয়েছে তৃণমূলের। সূত্রের খবর, এরপর গত এক দেড় মাসের ঘটনাক্রম, নওশাদের গ্রেফতারি এবং তার পরবর্তী নানা ঘটনায় এবার ভাঙড়ের রাশ ধরতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই। শনিবার তার প্রথম পদক্ষেপও হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকও করা হয়েছে। যদিও সওকতের এই ‘পদোন্নতি’র ২৪ ঘণ্টার মধ্যেই বেফাঁস আরেক তৃণমূল নেতা কাইজার আহমেদ। কাইজারের দাবি, সওকত মোল্লাকে অবজারভার করাই হয়নি। তাঁর কথায়, ভাঙড়ের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে দলের তরফে। বৈঠকে অবজারভার শব্দের ব্যবহার হয়নি বলেই দাবি তাঁর।

সওকতের দায়িত্ব বৃদ্ধি নিয়ে কাইজার আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এতে খুশি অখুশির কী আছে? ভাঙড়ের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেখানে অবজারভার শব্দ ব্যবহার হয়নি। যারা শুনেছে, তারা হয়ত বলছে। আমি হয়ত ভুল শুনেছি। তবে অবজারভার শব্দটা ব্যবহার হয়নি। একটা দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি ভাঙড়ের একটা সার্বিক রিপোর্ট দিতে বলেছেন। ২ বছর ধরে ভাঙড়-২ ব্লক সভাপতি নেই। দলের কাঠামোগত কোথায় কী ত্রুটি রয়েছে তা দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে।”

কাইজারের মুখে এমন কথায় নতুন করে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। শনিবার সওকত মোল্লা, আরাবুল ইসলামদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেই বৈঠক থেকে বেরিয়ে সওকত মোল্লা বলেছিলেন, ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আরাবুল, কাইজার সকলে মিলে একসঙ্গে লড়বেন। কিন্তু এদিন কাইজারের কথায় কেমন যেন অন্য সুর। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দীর্ঘদিনের। যা নিয়ে শাসকদলকে বারবার বিড়ম্বনাতেও পড়তে হয়েছে।

সওকত এক সময় ছিলেন বামনেতা। পরে তৃণমূলে আসেন। তবে আরাবুলদের সঙ্গে সওকতের সম্পর্ক যে খুব একটা মধুর নয়, সে কথা বারবারই শোনা যায়। সওকতের দায়িত্ববৃদ্ধি কোন চোখে দেখবেন আরাবুল-কাইজাররা সে প্রশ্ন তো ছিলই। যদিও রবিবার হুগলির ফুরফুরা শরিফে গিয়েছিলেন সওকত মোল্লা। সেখানে ভাঙড়ে দলীয় কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, “যেটুকু সমস্যা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যাযের নেতৃত্বে একত্রিত হয়ে ফাইট করতে পারব।”