AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Ban IPL: বাংলাদেশিরা দেখতে পারবেন না IPL! বড় নির্দেশ ইউনূস সরকারের

Bangladesh Big Update: এই নির্দেশিকা যে আসতে চলেছে তা আগেই ঠাওর করতে পেরেছিলেন সম্প্রচার সংস্থার কর্তৃপক্ষরা। রবিবার সন্ধ্য়ায় মুস্তাফিজুর বিতর্কে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা তথা ভারপ্রাপ্ত যুব ও খেলা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

Bangladesh Ban IPL: বাংলাদেশিরা দেখতে পারবেন না IPL! বড় নির্দেশ ইউনূস সরকারের
বড় সিদ্ধান্ত ইউনূস সরকারেরImage Credit: PTI
| Updated on: Jan 05, 2026 | 1:54 PM
Share

কলকাতা: মুস্তাফিজুরকে ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সেদেশের তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের। সোমবার এই মর্মে বাংলাদেশের সকল সম্প্রচার মাধ্যমগুলির উদ্দেশে একটি নির্দেশ জারি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রক।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সেই নির্দেশিকায় বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় ক্রিকেট লিগ আইপিএল-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।’ ভারতের ক্রিকেট লিগ সম্প্রচারে আপত্তির নেপথ্য়ে যুক্তি হিসাবে মুস্তাফিজুরের বাদ পড়ার ঘটনাকেই জুড়েছে ঢাকা। সেই নির্দেশিকায় তারা বলেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও যৌক্তিক কারণ প্রদর্শন করা হয়নি। এমন সিদ্ধান্তে বাংলদেশের মানুষ মর্মাহত।’

উল্লেখ্য, এই নির্দেশিকা যে আসতে চলেছে তা আগেই ঠাওর করতে পেরেছিলেন সম্প্রচার সংস্থার কর্তৃপক্ষরা। রবিবার সন্ধ্য়ায় মুস্তাফিজুর বিতর্কে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা তথা ভারপ্রাপ্ত যুব ও খেলা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনও অবস্থাতেই এই অবমাননা মেনে নিতে পারছি না।’ এরপর ঢাকায় সচিবালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা জানান, ‘আইন মন্ত্রক থেকে এই সম্প্রচার বন্ধের প্রসঙ্গে একটি চিঠি এসেছে। তবে আইনি ভিত্তির উপর নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ এবার দিন পেরতেই আইপিএল সম্প্রচার নিয়ে বড় ঘোষণা করে দিলেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা।