Mother: মা হওয়াটাই পেশা, সরকার দেয় খরচ, ভিন্ন পুরুষের সহবাসে ১৯ শিশুর জন্ম দিয়েছেন এই মহিলা

Feb 04, 2024 | 9:30 AM

Mother: সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মার্থা এটিকে একটি লাভজনক ব্যবসা বলে মনে করেন। তিনি জানিয়েছেন, মা হওয়া একটি ব্যবসার মতো। এবং তিনি সন্তান ধারণ করবেন। মার্থার কথায়, "এই সব সন্তানরা বড় হয়ে গেলে বাড়ি ছেড়ে চলে যাবে।" এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই সকল সন্তানদের বাবারা দায়িত্ব জ্ঞানহীন।

Mother: মা হওয়াটাই পেশা, সরকার দেয় খরচ, ভিন্ন পুরুষের সহবাসে ১৯ শিশুর জন্ম দিয়েছেন এই মহিলা
প্রতীকী ছবি
Image Credit source: Pexels

Follow Us

কলম্বিয়া: পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক হল মাতৃত্ব। সিংহভাগ মহিলাই চান এই মাতৃত্বের স্বাদ পেতে। তবে অন্য ধরনেরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কলম্বিয়ায় বসবাসকারী একজন মহিলা এখনও পর্যন্ত ১৯ জন সন্তানের জন্ম দিয়েছেন। তিনি একাই তাদের বড় করে চলেছেন। এখনও তিনি গর্ভবতী। আর এই মহিলার সন্তানদের বাবারা ভিন্ন। মাতৃত্বকেই পেশা হিসাবে বেছেছেন তিনি।

মহিলার নাম মার্থা। তিনি কলম্বিয়ায় বসবাস করেন। ৩৯ বছরের মার্থা ইতিমধ্যে ১৯ জন বাচ্চাকে একা লালন-পালন করছেন। এবং এখনও তিনি মাতৃত্বের স্বাদ নিতে চান বলে জানিয়েছেন। তাঁর সন্তানদের মধ্যে ১৭ জনের বয়স এখনও ১৮ বছর হয়নি। মার্থা জানিয়েছেন,যতক্ষণ তাঁর শরীর এই কাজে সঙ্গ দেবে ততক্ষণ তিনি এই কাজ চালিয়ে যাবেন।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মার্থা এটিকে একটি লাভজনক ব্যবসা বলে মনে করেন। তিনি জানিয়েছেন, মা হওয়া একটি ব্যবসার মতো। এবং তিনি সন্তান ধারণ করবেন। মার্থার কথায়, “এই সব সন্তানরা বড় হয়ে গেলে বাড়ি ছেড়ে চলে যাবে।” এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এই সকল সন্তানদের বাবারা দায়িত্ব জ্ঞানহীন।

মার্থা বলেছেন যে, তিনি প্রতিটি সন্তানের জন্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। সেই কারণে তিনি এই কাজ করতে আরও উৎসাহ পান। সরকার প্রতিটি সন্তানকে বড় করার জন্য মার্থাকে সাহায্য করে থাকে। তিনি বলেছেন, তিনি বড় সন্তানের জন্য প্রায় ৬ হাজার ৩০০ টাকা এবং ছোটটির জন্য প্রায় ২ হাজার ৫০০ টাকা পান৷

প্রতি মাসে কলম্বিয়া সরকার মার্থাকে প্রায় ৪২ হাজার টাকা দেওয়া হয়। এমনকী মার্থা স্থানীয় গির্জা এবং প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাব। কিন্তু সমস্যা হয় থাকার ক্ষেত্রে। তিন কক্ষের বাড়িতে ১৯ জন শিশুকে নিয়ে অনেক কষ্টের মধ্যে থাকতে হয় তাঁকে। সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় তো সকল শিশুদের পেট ভরে খাওয়াতেও সক্ষম হয় না। তবুও মার্থা বলেছেন যে যতক্ষণ না আরও সন্তান ধারণ করা তাঁর ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে,ততক্ষণ তিনি তা এই কাজ করতে থাকবেন।

Next Article