Explained: নাগরিকত্ব ফেরি করে বেড়াচ্ছেন ট্রাম্প, কত টাকা খসবে গোল্ড কার্ড পেতে?
Explained: ট্রাম্প কার্ডের জন্য যে সাইট খোলা হয়েছে, তাতে বর্তমানে নাম, ইমেইল অ্যাড্রেস, কোথায় থাকেন এবং নিজের জন্য নাকি ব্যবসার জন্য রেজিস্টার করছেন, তা দেওয়া যাচ্ছে। trumpcard.gov নামক এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে সোনালি রঙের একটি কার্ডের ছবি, যার মধ্যে ট্রাম্পের মুখ বসানো।

ফেল কড়ি, মাখো তেল! আর পাঁচটা জিনিসের মতো চাইলেই কেনা যাবে নাগরিকত্ব। আমেরিকায় এসে গেল গোল্ড কার্ড। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ওয়েবসাইট চালু করলেন যেখানে বিদেশি নাগরিক বা অধিবাসীরা আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। টাকার বিনিময়ে কিনতে পারবেন আমেরিকার নাগরিকত্ব। এর পোশাকি নাম “গোল্ড কার্ড”। কীভাবে পাবেন এই গোল্ড কার্ড? কী কী পদ্ধতিই বা অবলম্বন করতে হবে? ভারত সহ একাধিক তৃতীয় বিশ্বের বাসিন্দাদের চোখে থাকে ‘বিগ আমেরিকান ড্রিম‘। আমেরিকায় গেলেই স্বপ্নপূরণ হবে, বদলে যাবে জীবন। এই স্বপ্ন নিয়েই প্রতি বছর হাজার হাজার মানুষ আমেরিকায় পাড়ি দেন। কারোর স্বপ্ন পূরণ হয়, কারোর নয়। আমেরিকায় নাগরিকত্ব কীভাবে পাওয়া যায়? আমেরিকায় দুইভাবে নাগরিকত্ব পাওয়া যায়।...





