VIDEO: ভারতকে বিপদে ফেলার প্ল্যান করতে গিয়েই বিপত্তি! দাউদাউ করে জ্বলছে লাহোর বিমানবন্দর, বাতিল সব বিমান

Pakistan: শনিবার সকালে পাকিস্তানের লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে। জানা গিয়েছে, পাকিস্তান সেনার একটি বিমান নামার সময় বিপত্তি ঘটে।

VIDEO: ভারতকে বিপদে ফেলার প্ল্যান করতে গিয়েই বিপত্তি! দাউদাউ করে জ্বলছে লাহোর বিমানবন্দর, বাতিল সব বিমান
লাহোর বিমানবন্দরে আগুন।Image Credit source: X

|

Apr 26, 2025 | 1:33 PM

লাহোর: আগে ঘর সামলাক, তারপর তো ভারতের দিকে কুদৃষ্টি! ভারতকে বিপাকে ফেলার পরিকল্পনা করছে, সেই পাকিস্তানেই ভয়ঙ্কর বিপত্তি। আগুন লাগল লাহোর বিমানবন্দরে। দাউদাউ করে জ্বলছে বিমানবন্দর। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। বন্ধ বিমান চলাচল।

শনিবার সকালে পাকিস্তানের লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে। জানা গিয়েছে, পাকিস্তান সেনার একটি বিমান নামার সময় বিপত্তি ঘটে। বিমানের টায়ার থেকে আগুন লেগে যায়। নিমেষেই বিমানবন্দরে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিমানবন্দর। আতঙ্কিত যাত্রীরা।

বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল সমস্ত বিমান। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা গিয়েছে।