Pak Army Chief: ভারত ঘরে ঢুকে মারতেই পাক সেনায় প্রবল বিদ্রোহ! আটক খোদ সেনাপ্রধান? কী হচ্ছে ইসলামাবাদে?

Asim Munir-Pakistan: শুধু সেনাপ্রধান নন, একসময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিরেক্টর পদও সামলেছেন এই আসিম মুনীর।

Pak Army Chief: ভারত ঘরে ঢুকে মারতেই পাক সেনায় প্রবল বিদ্রোহ! আটক খোদ সেনাপ্রধান? কী হচ্ছে ইসলামাবাদে?

May 09, 2025 | 1:29 AM

ইসলামাবাদ: ভারত-পাক চরম সংঘাতের ছবি সামনে আসছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে। অন্ধকার নামার পর আচমকাই মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। দেশের সীমান্তবর্তী তিন জেলায় চলে হামলা। একের পর এক মিসাইল ধ্বংস করে মাটিতে নামায় ভারতের ডিফেন্স সিস্টেম। এই পরিস্থিতির মধ্যেই বড় খবর আসছে পাকিস্তান থেকে। সরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনীরকে! বিভিন্ন সূত্রে এই খবর সামনে আসছে।

শোনা যাচ্ছে, পাকিস্তানে খোদ সেনাপ্রধান আসিম মুনীরের বিরুদ্ধেই বিদ্রোহ শুরু হয়েছে পাক সেনার অন্দরে। আর তারপরই নাকি মুনীরকে সরাতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম DNA-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই হেফাজত নিয়ে এক গোপন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুনীরকে। তোলা হতে পারে সেনা আদালতেও। অভিযোগ, নিজের স্বার্থ বজায় রাখতে গিয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছলেন মুনীর। তাঁর জায়গায় শামশাদ মির্জাকে করা হতে পারে নতুন পাক সেনাপ্রধান।

এদিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্তি দেওয়া হবে বলেও সূত্রের খবর।

উল্লেখ্য, একসময় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর ডিরেক্টর পদেও ছিলেন আসিম মুনীর। ক্যাডেট হিসেবে অফিসার্স ট্রেনিং স্কুলে পুরস্কৃত হয়েছিলেন তিনি। প্রথাগত শিক্ষার বাইরে ধর্মীয় শিক্ষা থাকায় অগ্রাধিকার পেতেন তিনি। রাওয়ালপিন্ডিতে ইসলামিক সেমিনারিতে শিক্ষা নিয়েছিলেন তিনি।