BIG BREAKING: হঠাৎ সিয়ালকোটের আকাশ কাঁপিয়ে বাজছে সাইরেন, রাতে ঠিক কী হচ্ছে পাকিস্তানে? ভাইরাল ভিডিয়ো ঘিরে বাড়ছে জল্পনা
Pakistan: আজ, বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তারপরই শোনা যাচ্ছে পরপর সাইরেনের শব্দ। ভয়ে চিৎকার করছেন সিয়ালকোটের মানুষ।

রাত ১১টা নাগাদ পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎ ভাইরাল কিছু ভিডিয়ো। সিয়ালকোটের ওই সব ভিডিয়োতে একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। আর আকাশে আগুনের গোলার মতো কিছু একটা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কে চীৎকার করছেন, সেই শব্দও শোনা যাচ্ছে। তবে ঠিক কী হচ্ছে, তা স্পষ্ট নয়। ভিডিয়োগুলির কোনও সত্যতা যাচাই করা হয়নি।

তবে ওই ভিডিয়ো ঘিরে ছড়িয়েছে তীব্র জল্পনা। তবে কি আবারও কোনও আঘাত পাকিস্তানের উপর? উল্লেখ্য, ভারতীয় সেনা জানিয়েছে অপারেশন সিঁদুর এখনও জারি আছে। তাই কি ২৪ ঘণ্টার মধ্যে বাজল এই সাইরেন? বিভিন্ন সূত্রে নতুন করে এয়ার স্ট্রাইকের খবর এলেও ভারত বা পাকিস্তান কারও তরফেই এ ব্যাপারে কিছু নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর চালানোর সময়ও ভারতের নিশানায় ছিল এই সিয়ালকোট। সিয়ালকোটের জঙ্গিঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে এয়ারস্ট্রাইকে।
