US Citizen Come Back Notice: মার্কিন নাগরিকদের লাহোর ছাড়ার নির্দেশ আমেরিকার
US Citizen Come Back Notice: লাহোরের মার্কিন কনস্যুলেট শহর ও তার আশেপাশের নাগরিকদের জন্য উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে। শহর ছাড়া নির্দেশ দিয়েছে। লাহোরে আসতেও নিষেধ করা হয়েছে মার্কিন নাগরিকদের।

যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ফের পাকিস্তানের হামলার জবাব দিয়েছে ভারত। বেছে বেছে পাকিস্তানের সেনা ছাউনিতে বড় আঘাত হেনেছে ভারত। ২৫ জায়গায় ৫০টি ড্রোন হামলা করেছে ভারত। তারপরেই আমেরিকার নাগরিকদের জন্য বড় নির্দেশ দিল মার্কিন কনস্যুলেট।
লাহোরের মার্কিন কনস্যুলেট শহর ও তার আশেপাশের নাগরিকদের জন্য উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে। শহর ছাড়া নির্দেশ দিয়েছে। লাহোরে আসতেও নিষেধ করা হয়েছে মার্কিন নাগরিকদের।
ওই সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, “লাহোর ও তার আশেপাশে ড্রোন বিস্ফোরণ, মাটিতে পড়ে থাকা ড্রোন এবং আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের খবরের কারণে, মার্কিন কনস্যুলেট জেনারেল তার সব কনস্যুলেট কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিচ্ছে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তানে ২৫ জায়গায় ৫০ টি ড্রোন হামলা চালিয়েছে ভারত। বুধবার রাত থেকেই উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ভারতের উপর হামলা চালানোর বদলা নিল ভারত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের চিনা এয়ার ডিফেন্স সিস্টেম। বিপর্যস্ত পাক সেনা। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার সর্ব দলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাকিস্তানের বোমা বর্ষণের ঘটনায়, মৃত্যু হয়েছে ৩ মহিলা ৫ শিশু সহ মোট ১৬ জনের। প্রত্যেক মৃত্যুর বদলা নেওয়া হবে বলেও জানিয়েছে ভারত।
