Bizarre: নাবালক ছাত্রের প্রতি অদ্ভুত টান, স্কুলেই উদ্দাম যৌনতায় মাতলেন শিক্ষিকা, তারপর যা লজ্জার কাণ্ড হল…

Student-Teacher Relation: ২০২৪ সালে কয়েকজন পড়ুয়া জানতে পারে ওই শিক্ষিকার কীর্তি। পড়ুয়ার সঙ্গে শিক্ষিকার সম্পর্কের প্রমাণ নিয়ে তারা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়।

Bizarre: নাবালক ছাত্রের প্রতি অদ্ভুত টান, স্কুলেই উদ্দাম যৌনতায় মাতলেন শিক্ষিকা, তারপর যা লজ্জার কাণ্ড হল...
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Apr 18, 2025 | 1:35 PM

টেক্সাস: জীবনের পথ প্রদর্শক হন শিক্ষকরা।  সেই শিক্ষকই কি না বিপথে চালিত করল পড়ুয়াকে। স্কুলেই নাবালক পড়ুয়ার সঙ্গে যৌনতায় মাতলেন শিক্ষিকা। তাও আবার একদিন নয়, দিনের পর দিন চলল সেই কীর্তি। ধরা পড়তেই স্কুল থেকে তাড়ানো হয় শিক্ষিকাকে। গ্রেফতারও করা হল ওই শিক্ষিকাকে।

গত ১৪ ফেব্রুয়ারি কারা হার্নান্ডেজ (৩১) নামক এক শিক্ষিকাকে গ্রেফতার করা হয়। টেক্সাসের একটি মিডল স্কুলের অর্কেস্ট্রা শিক্ষিকা ছিলেন তিনি। জানা গিয়েছে, ২০২২ সালে তিনি এক নাবালক পড়ুয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই বছর ধরে গোপনে তাদের সম্পর্ক চলছিল। স্কুলেই শারীরিক সম্পর্কও স্থাপন করেন তারা।

২০২৪ সালে কয়েকজন পড়ুয়া জানতে পারে ওই শিক্ষিকার কীর্তি। পড়ুয়ার সঙ্গে শিক্ষিকার সম্পর্কের প্রমাণ নিয়ে তারা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। এরপরই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত।

পুলিশের তরফে ওই শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়ার সঙ্গে সম্পর্কে জড়ানো এবং অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।  আগামী ২৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

এর আগে ক্যালিফোর্নিয়ায় বছর তেত্রিশের এক শিক্ষককেও গ্রেফতার করা হয়েছিল নাবালক পড়ুয়ার সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে।