৫০০ কোটির মানহানির মামলা করলেন অক্ষয় কুমার
Tv9 বাংলা ডিজিটাল: ভীষণ রেগে গিয়েছেন Akshay Kumar। কেন? অক্ষয় কুমারকে নিয়ে এক ভিডিওতে ভুঁড়ি ভুঁড়ি মিথ্যে বলেছেন রাশিদ সিদ্দিকি নামে বিহারের একজন ইউটিউবার (youtuber)। শুধু অক্ষয় নন, মুম্বই পুলিশ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরেকেও নিয়ে ভিডিওতে মিথ্যে আরোপ করেন। সুশান্ত সিংয়ের মৃত্যুর পর রাশিদ বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করেন। এবং ইউটিউবের কাছ থেকে চার […]

Tv9 বাংলা ডিজিটাল: ভীষণ রেগে গিয়েছেন Akshay Kumar। কেন? অক্ষয় কুমারকে নিয়ে এক ভিডিওতে ভুঁড়ি ভুঁড়ি মিথ্যে বলেছেন রাশিদ সিদ্দিকি নামে বিহারের একজন ইউটিউবার (youtuber)। শুধু অক্ষয় নন, মুম্বই পুলিশ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরেকেও নিয়ে ভিডিওতে মিথ্যে আরোপ করেন। সুশান্ত সিংয়ের মৃত্যুর পর রাশিদ বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করেন। এবং ইউটিউবের কাছ থেকে চার মাসে প্রায় পনেরো লক্ষ টাকা উপার্জন করেন।
View this post on Instagram
রাশিদের বয়স পঁচিশ। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। ওঁর ইউটিউব চ্যানেলের নাম ‘FF News’। রাশিদ ওর ভিডিওতে অক্ষয়ের নামে কুৎসা রটিয়েছিলেন।

সুশান্তের মৃত্যুর পর অক্ষয়ের টুইট
তিনি বলেন, ‘এম এস ধোনি’ ছবিতে সুশান্ত সিংয়ের অভিনয় করার খবর একেবারেই অক্ষয়ের কাছে সুখকর ছিল না। তিনি আদিত্য ঠাকরে এবং মুম্বই পুলিশের সঙ্গে গোপনে বৈঠক করেন। রাশিদ এও বলেন Rhea Chakraborty-কে কানাডায় পালিয়ে যেতে সাহায্যও করেছেন।
View this post on Instagram
৫০০ কোটির মানহানির মামলা দায়ের করেন অক্ষয় কুমার। ঘনিষ্ট এক সুত্রের খবর, “অক্ষয় এ ঘটনার শেষ দেখে তবে ছাড়বেন। আমাদের ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানহানির মামলা আইনি চিঠিতে স্থগিত হয়ে যায়। এবং সে কারণেই ইউটিউবাররা টাকা কামানোর জন্য সুশান্তরে মৃত্যু সম্পর্কিত ভুল তথ্য এবং কুৎসা রটিয়ে একের পর এক ভিডিও বানিয়ে গিয়েছেন।”
আরও পড়ুন:সৌমিত্রবাবুর কাজ দেখলে মনে হয় এখনও তো কিছুই করিনি: নওয়াজ
শিব সেনার লিগাল সেলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র, রাশিদের বিরুদ্ধে মামলা রুজু করেন। তিনি বলেন, “সুশান্তের মৃত্যু (Sushant Singh Rajput) ঘটনাকে কেন্দ্র করে ভিডিওতে ফেক নিউজ রটিয়ে রাশিজ ইউটিউব ফলোয়ার্স সংখ্যা বাড়িয়েছেন। গত কয়েক মাসেই রাশিদের ফলোয়ার্স সংখ্যা ১ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৩.৭০ লক্ষ। গত মে মাসে ২৯৬ টাকা উপার্জন করেন রাশিদ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয় ৬,৫০,৮৯৮!”
