Train Cancel: ১০ দিন দফায় দফায় ট্রেন বাতিল হাওড়ায়, তালিকায় কোন কোন লোকাল দেখে নিন
Train Cancel in Howrah: ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিটের ট্রাফিক ব্লক করা হবে বলে খবর। সে কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কলকাতা: ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল–কাটোয়া শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েকদিন ট্রেন চলাচলে পরিবর্তন করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি জারি করে রেলের তরফে জানানো হয়েছে। ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিটের ট্রাফিক ব্লক করা হবে বলে খবর। সে কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে…
ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৯
কাটোয়া থেকে: ৩৭৭৪৮
২৭, ৩০ ও ৩১ ডিসেম্বর যে লোকালগুলি বাতিল থাকছে…
ব্যান্ডেল থেকে: ৩৭৭৪১
কাটোয়া থেকে: ৩৭৭৪২
রক্ষণাবেক্ষণ কাজের কারণে ২২ ও ২৩ ডিসেম্বর ৩৭৯২৪ কাটোয়া–হাওড়া লোকাল পূর্বনির্ধারিত সময় দুপুর ২:৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টের সময় ছাড়বে। পাশাপাশি ২৯ তারিখ ১৩৪২১ নবদ্বীপ ধাম–মালদা টাউন এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে। একইসঙ্গে ২৭, ২৮, ৩০ ও ৩১ ডিসেম্বর ১৩৪৩১ নবদ্বীপ ধাম–বালুরঘাট এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে।
একইসঙ্গে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২১ ডিসেম্বর শনিবারও বেশ ট্রেন বাতিল থাকছে। এই দিনের জন্য আলাদা করে বিবৃতি জারি করেছে রেল। ওই দিন বাতিল থাকছে…
হাওড়া থেকে ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩
ব্যান্ডেল ৩৭২৪৬, ৩৭৭৪৯
বর্ধমান থেকে ৩৬৮৩৪
শেওড়াফুলি থেকে ৩৭০৫৬
আরামবাগ থেকে ৩৭৩৬৪, ৩৭৩৯৬
কাটোয়া থেকে ৩৭৭৪৮
পাশাপাশি ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ২১ ডিসেম্বর তারকেশ্বর স্টেশনেই যাত্রা শেষ করবে। ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে। আগে সময় ছিল দুপুর ১২টা।
