Budget 2022: এবারের বাজেটে কোন কোন বিষয়ের দিকে তাকিয়ে শহরের প্রবীণরা?
"রেল কম ঝমাঝম, পা পিছলে..." এই বয়সে সেটা হলে কে দেখবে সরকার? রেল থেকে স্বাস্থ্য করোনার কঠিন সময়ে প্রবীণদের জন্য বাজেট প্রহসন বলছেন তাঁরাই।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখ সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে মসনদে বসার পর বিজেপি সরকারে এটি ১০ তম বাজেট। বাজেট পেশের আগে কী ভাবছেন শহরের প্রবীণরা ? খোঁজ নিল টিভি নাইন বাংলা। দেখুন সেই ভিডিয়ো।
Published on: Jan 22, 2022 05:19 PM
Latest Videos