চণ্ডীগঢ়ের এই ব্যক্তিকে রাতারাতি বড়লোক করল Reliance, কীভাবে? জানলে হাত কামড়াবেন আপনিও!

Reliance Industries Limited Share Price: চণ্ডীগঢ়ের এক ব্যক্তি রিলায়েন্সের ৩০টি শেয়ারের শংসাপত্র খুঁজে পেয়েছেন। নেটিজেনরা বলছেন রাতারাতি ওই ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছেন।

চণ্ডীগঢ়ের এই ব্যক্তিকে রাতারাতি বড়লোক করল Reliance, কীভাবে? জানলে হাত কামড়াবেন আপনিও!

Mar 18, 2025 | 11:11 AM

ভাবুন তো, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে হঠাৎ দেখলেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। কেমন লাগবে আপনার? হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে চণ্ডীগঢ়ের এক ব্যক্তির সঙ্গে। রতন ধিলোঁ নামের ওই ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে রিলায়েন্সের শেয়ারের সার্টিফিকেটের ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, তাঁর বাড়িতে তিনি এই কাগজগুলো খুঁজে পেয়েছেন। তিনি এও বলেছেন তাঁর শেয়ার মার্কেট সম্পর্কে কোনও ধারণা নেই।

তাঁর এই পোস্টে বেশ হতবাক হয়েছেন নেটিজেনরা। তাঁর প্রশ্নের উত্তর তাঁকে ডিরেক্ট মেসেজ (ইনবক্স বা ডিএম) করে ব্রোকিং সংস্থা জিরোধা। কীভাবে কী করতে হবে, তা জানিয়ে রতন ধিলোঁর পোস্টে কমেন্ট করে সরকারি সংস্থা IEPFA বা ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথোরিটি।

আজ কত দাম রিলায়েন্সের এই শেয়ারের?

এক ব্যক্তি ওই পোস্টের নীচে কমেন্ট করে লিখেছেন, “মোট শেয়ার ৩০টা। ৩ বার স্প্লিট ও ২টো বোনাসের ফলে আজ ৯৬০-এ দাঁড়িয়েছে শেয়ারের সংখ্যা”। ১১ মার্চের দিন শেষের হিসাবে ওই শেয়ারের বর্তমান অর্থ মূল্য ১১ লক্ষ ৮৮ হাজার টাকা।

যদিও শেষপর্যন্ত ওই ব্যক্তি এক্স মাধ্যমে আবার একটি পোস্ট করে জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে ধীরুভাই অম্বানীর সই করা ওই শংসাপত্র হয়তো নষ্টই হবে। কারণ তিনি বলছেন, ওই শেয়ারগুলোকে ডিজিটাইজ করতে গেলে অনেক সময় লাগবে। তাঁর হিসাব অনুযায়ী ডিজিটাইজ করার পুরো প্রক্রিয়া শেষ হতে ৩ থেকে ৪ বছর সময় লাগতে পারে। ওই ব্যক্তি দেখিয়ে দিলেন এক ঝটকায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে সেই মালিকানা ছেড়ে দেওয়া তাঁর কাছে কোনও ব্যাপারই নয়।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।